হোম > রাজনীতি

আওয়ামী লীগ স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোনোমতেই স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না—প্রধানমন্ত্রীর এ কথার জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমিও একই কথাই বলছি, কোনোমতেই স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। কিন্তু দুঃখজনকভাবে আওয়ামী লীগ আজকে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’ 

আজ বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ এই সভার আয়োজন করে। 

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ পুরোনো কায়দায় একদলীয় শাসনব্যবস্থার দিকে এগিয়ে চলেছে। এ কথা বলতে কোনো দ্বিধা নেই, আওয়ামী লীগ আজকে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই সরকার আজকে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’ 

ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘মানুষ বলছে, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করুন। সরকার বলছে এটা বাতিল হবে না। কেন হবে না? আপনাদের (সরকার) ক্ষমতায় রাখার জন্য আপনারা এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।’ 

আজকে অবলীলায় মিথ্যাচার করা হয়, অবলীলায় মানুষের অধিকার হরণ করা হয় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ আজকে গণশত্রুতে পরিণত হয়েছে। এই সরকার মানুষের চোখের ভাষা বুঝতে পারে না, এই সরকার দেয়ালের লেখন পড়তে পারে না, মানুষের প্রয়োজন বুঝতে পারে না। তাকে আমরা গণশত্রু ছাড়া আর কি বলব?’

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল

তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় আনবেন ক্যাপ্টেন ইমামুল

বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে: জামায়াত আমির

তারেক রহমানকে বিদায় জানাতে হিথরো বিমানবন্দরে ভিড়

বিএনপি সরকার গঠন করলে গণঅধিকারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে: নুর

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি-জামায়াত

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত