হোম > রাজনীতি

প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াত নিয়ে সন্দেহে রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হঠাৎ চায়ের দাওয়াত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতের আড়ালে দলীয় নেতা কর্মীদের ওপর ভয়ংকর নির্যাতন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রিজভী।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দলের বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

প্রধানমন্ত্রীকে উদ্দ্যেশ্য করে রিজভী বলেন, ‘শান্তিপূর্ণভাবে ঘেরাও কর্মসূচি করলে চায়ের দাওয়াত দেব হঠাৎ আপনার গলার সুর এত নরম হলো কেন? এটাতো অদ্ভুত ব্যাপার। প্রধানমন্ত্রীর গলার সুর ক্ষীণ হলে বুঝতে হয় বিরোধী দলের ওপর মনে হয় আরও কিছু ভয়ংকর নির্যাতন নেমে আসছে।’

প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে চায়ের মধ্যে কী থাকবে এটা জনগণের মধ্যে বড় প্রশ্ন দেখা দিয়েছে বলে উল্লেখ করে রিজভী বলেন, ‘শেখ হাসিনার সেই চায়ের দাওয়াতের মধ্যে মানুষের প্রশ্ন, যে বিরোধী দলকে ডেকে উনি কী খাওয়াবে? এর মধ্যে কী দেবে? ধুতরার ফুল থাকবে নাকি হ্যামলকের রস থাকবে। এটা মানুষের মনে প্রশ্ন উঠেছে।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কারা মেগা প্রজেক্টের টাকা বিদেশে পাচার করেছে, কারা ব্যাংকের টাকা লোপাট করেছে, উচ্চমূল্য সুদে ঋণ নিয়ে যে পদ্মা সেতু তৈরি করেছেন। এটা করতে গিয়ে জনগণের যে টাকা হরিলুট হয়েছে এটা জনগণ জানতে চাইবেই।’

রিজভী আরও বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার কী এটা জানার জন্য দেশের জনগণের কোন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়ার দরকার নেই, কোন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার দরকার নেই। ওবায়দুল কাদের শেখ হাসিনারা যে দৃষ্টান্ত দিয়েছেন এই দৃষ্টান্তই হচ্ছে বিরাট শিক্ষা।

পতিত ফ্যাসিবাদী শক্তি আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে: মুছাব্বির হত্যা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি: সালাহউদ্দিন আহমদ

আমার মতো আর কারও না হোক—গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রী

আগামী সরকারকে হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর সব উদ্যোগ চলছে: হাসনাত কাইয়ূম

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: মনির হায়দার

দলীয় ডিসিদের প্রমাণ সংগ্রহ করছি, অপসারণের জন্য তালিকা দেব: তাহের

তারেক রহমান গণতন্ত্রের টর্চ বেয়ারার: আমীর খসরু

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তারেক রহমানকে সমর্থন জানিয়ে পদত্যাগ করা এনসিপি নেতা মীর আরশাদুলের বিএনপিতে যোগদান

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান, যা থাকছে সফরসূচিতে