হোম > রাজনীতি

আন্দোলনের মাধ্যমেই সরকারকে দাবি মেনে নিতে বাধ্য করতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে জাতির সামনে কোনো বিতর্ক নেই বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আজকে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে গেছে। তারা পরিবর্তন চায় এবং এই সরকারকে সরাতে চায়। একটা দাবি আছে, পরিষ্কার করে বলে—হাসিনা থাকলে কিন্তু তারা নির্বাচনে যাবে না। এটা সাধারণ মানুষের কথা। সে জন্যই আমরা খুব পরিষ্কার করে বলছি—এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না।’

আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পঞ্চদশ সংশোধনীর সাংবিধানিকতা: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এখনো সংবিধানসম্মত’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘এখন জাতির সামনে কোনো বিতর্ক নেই, একটাই লক্ষ্য—আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বাধ্য করতে হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।’

ফখরুল বলেন, নির্বাচন ছাড়া জনগণের ক্ষমতায় যাওয়ার কোনো উপায় নেই। জনগণের প্রতিনিধিদের ক্ষমতায় যেতে হলে অবশ্যই নিরপেক্ষ নির্বাচন হতে হবে। আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে দাবি মেনে নিতে বাধ্য করতে হবে।

তিনি বলেন, ‘বাকশাল প্রতিষ্ঠা করতেই আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে পঞ্চদশ সংশোধনী এনেছে। এ বিষয়গুলো মানুষের কাছে পরিষ্কার। অবস্থার পরিবর্তনের জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। আমরা রাজনৈতিক দলগুলো সবাই এক জায়গায় প্রায় একমত হয়েছি যে এই সরকারের পদত্যাগ চাই, এই সংসদের বিলুপ্তি চাই। একটি নির্দলীয়, তত্ত্বাবধায়ক যে নামেই বলি না কেন, সেই সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেওয়ার কথা বলি। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে জনগণের সামনে এই বিষয়টি উপস্থাপন করা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা চার-পাঁচটা নির্বাচন করেছি। সেই নির্বাচনগুলো সবার কাছে গ্রহণযোগ্য ছিল।’

দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩

বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি