হোম > রাজনীতি

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ‘দ্বিপক্ষীয় একান্ত’ বৈঠক করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। আজ রোববার বেলা তিনটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এক ঘণ্টার বৈঠক শেষে বেরিয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। তবে অন্যবারের মতো এবারে বৈঠক নিয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি।

বৈঠকের আলাপচারিতা প্রসঙ্গে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘এ সমস্ত দ্বিপক্ষীয় একান্ত বৈঠকের আলোচনাগুলো নিজেদের মধ্যে রাখাই ভালো। এগুলো নিয়ে বাইরে আলোচনা করার খুব একটা সুযোগ থাকে না। এই বৈঠকগুলো একান্ত বৈঠক, দ্বিপক্ষীয় বৈঠক, এগুলো নিজেদের মধ্যে রাখার চেষ্টা করি। এটাই ভালো। এতটুকুই বলি, এর বাইরে আর বলার সুযোগ নেই।’ 

নয়াপল্টনে সমাবেশ করতে না পারায় বিএনপির পরাজয় হয়েছে—আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে আমীর খসরু বলেন, ‘জয়-পরাজয়, এটা তো বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত। এটা কোনো রাজনৈতিক দলের বলার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ যখন ভোট দেওয়ার জন্য সুযোগ পাবে, তখন মানুষের হাতেই থাকবে জয়-পরাজয়।’

আমীর খসরু আরও বলেন, যারা বোঝে না তাদের জন্য বলছি, কূটনীতিকদের দায়িত্ব হচ্ছে এ দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক—প্রতিটি বিষয়ে তাঁদের হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে হয়। এটা তাঁদের দায়িত্ব। এ দায়িত্ব পালন নতুন কিছু নয়, এটা আগে থেকে হয়ে আসছে।

বৈঠকে আমীর খসরুর সঙ্গে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা

তারেক রহমানের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৪ হাজার সদস্য

তারেক রহমানকে বহনকারী বিমানের সিলেটে অবতরণ

ভোর থেকে তারেক রহমানের গণসংবর্ধনাস্থলের দিকে জনস্রোত, ৩০০ ফুট লোকারণ্য

‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’

তারেক আসছেন আজ, অপেক্ষায় নেতা-কর্মীরা

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল

তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় আনবেন ক্যাপ্টেন ইমামুল

বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে: জামায়াত আমির