হোম > রাজনীতি

ইউরেনিয়াম দিয়ে হত্যার হুমকি ভয়ংকর মতবাদের প্রকাশ: আ স ম রব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউরেনিয়াম দিয়ে হত্যার হুমকি, কারাগার এবং কারাদণ্ড দিয়ে বিরোধী দলের আন্দোলন স্তব্ধ করার মাধ্যমে সরকারের ভয়ংকর মতবাদ প্রকাশ পাচ্ছে বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। 

আজ রোববার উত্তরায় নিজ বাসভবনে জেএসডির স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

রব বলেন, ‘অত্যন্ত চাতুর্যের সঙ্গে আদালত ও আইন ব্যবহার করে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরিতে সংগ্রামরত রাজনীতিবিদদের গায়েবি মামলায় দণ্ডিত করছে। বল প্রয়োগ, শাস্তিমূলক ব্যবস্থা, মানবাধিকার লঙ্ঘন এবং সরকারের ইচ্ছায় রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে কর্ম সম্পাদনে বাধ্য করার কারণে দেশ বড় ধরনের বিপর্যয়ের দিকে এগোচ্ছে।’ 

সভার রাজনৈতিক প্রস্তাবে বলা হয়—অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। দেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতার মূল প্রশ্নকে উপেক্ষা করে অবৈধ ক্ষমতা ধরে রাখাকে অগ্রাধিকার দিয়ে জাতীয় রাজনীতিকে চরম সংঘাতমুখী ও বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। রাজনীতি ও অর্থনীতির দেউলিয়াত্ব অবস্থা থেকে দেশকে উদ্ধারের একমাত্র পথ হচ্ছে—বর্তমান সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করে গণমুখী রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণের উদ্যোগ গ্রহণ করা। 
 
সভায় আরও বক্তব্য রাখেন—দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কেএম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উসকানিমূলক কথাবার্তা বলছে: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু