হোম > রাজনীতি

জাতীয় পার্টির রাজনীতি সঠিক ছিল না: জিএম কাদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির (জাপা) রাজনীতি সঠিক ছিল না বলে মন্তব্য করেছেন খোদ দলটির চেয়ারম্যান জিএম কাদের। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে এক সভায় তিনি এই মন্তব্য করেন। জিএম কাদের বলেন, ‘মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে মুদ্রার এপিঠ-ওপিঠ ভাবে। মানুষ বিকল্প চায়। কিন্তু আমরা বিকল্প হতে পারিনি। কারণ আমাদের রাজনীতি সঠিক ছিল না।’

জিএম কাদের বলেন, ‘বিএনপি আমাদের অনেক ক্ষতি করতে চেয়েছে, আমরা সেটা রুখতে পেরেছি। কিন্তু আওয়ামী লীগ ঘরের ভেতরে ঢুকে আমাদের দল ভাঙতে চেয়েছে, এখনো চেষ্টা করছে। তারা আমাদের নিয়ন্ত্রণ করতে চায়। এ কারণেই মানুষ আমাদের গৃহপালিত মনে করে। আর আওয়ামী লীগ মনে করে আমাদের কোরবানি করা যায়।’

নির্বাচন প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনের নামে সিলেকশনে যাওয়া না যাওয়ার ব্যাপারে আমাদের দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে। আমি শুধু আমার উপলব্ধি তুলে ধরছি—লোভ-লালসায় যারা আক্রান্ত হবে, তাদের ভবিষ্যৎ সুখকর হবে না। দেশের মানুষ অত্যন্ত বিক্ষুব্ধ। বিশ্ববাসী বর্তমান পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। বিভ্রান্তিমূলক সংবাদের ব্যাপারে বিশ্ববাসী সজাগ আছে। এমন বাস্তবতায় আমরা ঘরে বসে থাকলে দেশ বিপর্যস্ত হবে। জনগণ এই অবস্থা থেকে মুক্তি চায়। যারা জনগণের মুক্তির জন্য লড়াই করবে, জনগণ তাদের পক্ষে থাকবে। আমাদের রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে। সত্যিকারের নির্বাচনের জন্য যে আন্দোলন, তাতে সমর্থন দিতে হলে মাঠেই দিতে হবে।’

জিএম কাদের আরও বলেন, সরকারের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে অনির্বাচিত সরকার বা সংবিধানের বাইরে যারা ভোট চাইবে তাদের প্রতিহত করা হবে। কিন্তু সরকার ছাড়া সব দলই নির্বাচন ব্যবস্থার পরিবর্তন চাচ্ছে। কারণ, এই নির্বাচনে সাধারণ মানুষের ভোটে জয়-পরাজয় নির্ধারণ হবে না।

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ