নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য উপহার হিসেবে মৌসুমি ফল আম ও লিচু পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষে ফলগুলো নিয়ে আসেন তাঁর প্রতিনিধি গোলাম মাওলা।
আজ মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
সেখানে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, রিয়াজ উদ্দিন নসু ও অ্যাডভোকেট মেহেদী এই উপহার গ্রহণ করেন।