হোম > রাজনীতি

ব্যর্থ সরকার আবারও ক্ষমতায় বসার ছক কষছে: বাম গণতান্ত্রিক জোট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমান সরকার দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকসহ প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘ব্যর্থ সরকার কারসাজি করে আবার ক্ষমতায় বসার ছক কষছে।’ 

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে তদারকি সরকারের অধীনে নির্বাচন, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা, সংসদ নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ নানান দাবিতে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ কথা বলেন তিনি। 

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দেশে মানুষের কথা বলার অধিকার নেই। ব্যাংকগুলো ফোকলা হয়ে গেছে। সরকারের কাছের লোকজন প্রভাব খাঁটিয়ে ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ নিয়ে পাচার করছে। অর্থনীতি চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। জননিরাপত্তা নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। সবক্ষেত্রে ব্যর্থ সরকার কারসাজি করে আবার ক্ষমতায় বসার ছক কষছে।’ 

নির্বাচনকালীন তদারকি সরকারের দাবি জানিয়ে প্রিন্স বলেন, ‘দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হলে তাতে মানুষ ভোট দিতে পারবে না। সংসদ বহাল থাকলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে না। টাকার খেলা, পেশি শক্তি, কারসাজি, নির্বাচনী প্রচারে ধর্মের ব্যবহার বন্ধ না হলে ভোটের পরিবেশ থাকবে না।’ 

টাকা পাচারকারী, ঋণ খেলাপিদের তালিকা প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, ব্যাংক ডাকাতি-ঋণ খেলাপি-কর ফাঁকির ঘটনা এমন পর্যায়ে চলে গেছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পর্যন্ত মুখ খুলতে বাধ্য হচ্ছেন। 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন থেকে বিজয় নগর, শান্তিনগর, মালিবাগ হয়ে মৌচাকে গিয়ে শেষ হয়। 

সিপিবি নেতা ডা. সাজেদুল হক রুবেলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন—বাসদ নেতা খালেকুজ্জামান লিপন, বাসদ (মার্ক্সবাদী) নেতা ডা. জয়দীপ ভট্টাচার্য, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির শহিদুল ইসলাম সবুজ প্রমুখ।

আরও কমেছে পেঁয়াজ আলু ও সবজির দাম

অবশেষে মায়ের শয্যাপাশে ছেলে

ভোটের পথে মিলতে যাচ্ছে জামায়াত ও এনসিপি

গণসংবর্ধনায় ভাষণ: সবাই মিলে গড়ব দেশ

শুক্রবার বাবার কবর জিয়ারত করে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান

হাদি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ৯ জানুয়ারি

তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে: হাসনাত আবদুল্লাহ

স্ত্রী-কন্যাকে নিয়ে মায়ের পাশে তারেক রহমানের দেড় ঘণ্টা

আগামীকাল ৩০০ ফুট-এয়ারপোর্ট রোডে বর্জ্য অপসারণ করবে বিএনপি

তারেক রহমানের দেশে ফেরাকে যেভাবে দেখছে বিশ্ব গণমাধ্যম