হোম > রাজনীতি

কৃষক লীগের সমাবেশে মির্জা ফখরুলকে আমন্ত্রণ   

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আগামীকাল শনিবার দুপুরে অনুষ্ঠিতব্য কৃষক লীগের সমাবেশে যোগ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি সমীর চন্দ। 

সমীর চন্দ বলেন, ‘আজকে কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিনের সঙ্গে আমার কথা হয়েছিল, আলাপে কৃষক দলের সাবেক সভাপতি ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমাদের কৃষক সমাবেশে এসে কৃষকদের দাবিদাওয়া নিয়ে কথা বলার আমন্ত্রণ জানিয়েছি।’
 
সমীর চন্দ জানান, আজ শুক্রবার বিকেল ৫টার দিকে সহকর্মীর মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন তাঁকে কল করেছিলেন। কৃষক সমাবেশ এবং সমীর চন্দের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে কৃষক দল সভাপতি কল করেছিলেন বলে জানান তিনি।

সমীর চন্দ বলেন, ‘আগামীকাল কৃষক সমাবেশে উপস্থিত হয়ে কৃষকের জন্য কৃষক দল কী কী করেছে, তার চিত্র তুলে ধরার জন্য তাদের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানিয়েছি। এমনকি তাদের সম্মানের সঙ্গে যোগদান ও সমাবেশ শেষে তাঁদের গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়া হবে বলেও নিশ্চিত করেছি।’

বিষয়টি জানতে কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিন কল দিলে তিনি ফোন রিসিভ করেননি। পরে কৃষক লীগের সভাপতির বক্তব্য লিখে এসএমএস দিয়ে কল দিলে কেটে দেন হাসান জারিফ তুহিন।

ভোটের রাজনীতি: জোটের পর তরুণদের আস্থা হারাচ্ছে এনসিপি

মায়ের জন্য দোয়া করলেন তারেক রহমান

খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন পরিবারের সদস্যরা

এবার ভোটের মাঠে আত্মবিশ্বাসী বিএনপি

জানাজা-দাফনে সহযোগিতায় তারেকের ধন্যবাদ

খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণ: মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও দোয়া

নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বিএনপির সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা জামায়াতের, তারেক রহমানকে জানালেন আমির

তারেক রহমানকে সমবেদনা জানাতে গেলেন জামায়াত আমির

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের