হোম > রাজনীতি

কৃষক লীগের সমাবেশে মির্জা ফখরুলকে আমন্ত্রণ   

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আগামীকাল শনিবার দুপুরে অনুষ্ঠিতব্য কৃষক লীগের সমাবেশে যোগ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি সমীর চন্দ। 

সমীর চন্দ বলেন, ‘আজকে কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিনের সঙ্গে আমার কথা হয়েছিল, আলাপে কৃষক দলের সাবেক সভাপতি ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমাদের কৃষক সমাবেশে এসে কৃষকদের দাবিদাওয়া নিয়ে কথা বলার আমন্ত্রণ জানিয়েছি।’
 
সমীর চন্দ জানান, আজ শুক্রবার বিকেল ৫টার দিকে সহকর্মীর মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন তাঁকে কল করেছিলেন। কৃষক সমাবেশ এবং সমীর চন্দের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে কৃষক দল সভাপতি কল করেছিলেন বলে জানান তিনি।

সমীর চন্দ বলেন, ‘আগামীকাল কৃষক সমাবেশে উপস্থিত হয়ে কৃষকের জন্য কৃষক দল কী কী করেছে, তার চিত্র তুলে ধরার জন্য তাদের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানিয়েছি। এমনকি তাদের সম্মানের সঙ্গে যোগদান ও সমাবেশ শেষে তাঁদের গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়া হবে বলেও নিশ্চিত করেছি।’

বিষয়টি জানতে কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিন কল দিলে তিনি ফোন রিসিভ করেননি। পরে কৃষক লীগের সভাপতির বক্তব্য লিখে এসএমএস দিয়ে কল দিলে কেটে দেন হাসান জারিফ তুহিন।

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা