নির্বাচনে গেলে স্যাংশন আসতে পারে বলেও মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আজ মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন।
নির্বাচনে যাওয়ার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচনে গেলে স্যাংশন আসারও সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় যদি আমরা নির্বাচনে যাই, আর যদি পরবর্তীতে সরকার সমস্যায় পড়ে, তাহলে কী হবে? আমরা আর কোনো দলের মুখাপেক্ষী থাকতে চাই না। এখন দলগতভাবে আমরা অনেক শক্তিশালী।’
সভায় আওয়ামী লীগের সঙ্গে জোটের প্রসঙ্গ নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা শীর্ষ নেতাদের কাছে তুলে ধরেন তৃণমূল পর্যায়ের নেতারা। বৈঠকের আলোচনার বিষয়ে দলের সূত্র বলছে, তৃণমূলের অধিকাংশ নেতাই আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে না যাওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছেন।
সভার বিষয়ে জানতে চাইলে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু আজকের পত্রিকাকে বলেন, আন্তরিকতাপূর্ণ পরিবেশে সভা হয়েছে। সেখানে সবাই খোলামনে মতামত জানিয়েছেন। আগামীর করণীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছেন সবাই।