হোম > রাজনীতি

জামালপুর-৪: মুরাদের সমর্থকদের ওপর নৌকার হামলায় আহত ১০ 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুর-৪ আসনের সরিষাবাড়ীতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে নৌকার সমর্থকেরা। এতে মুরাদের পক্ষের অন্তত ১০ জন আহত হন। আজ সোমবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার শিমলাপল্লী গ্রামের তাড়িয়াপাড়া এলাকায় কয়েক দিন আগে স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসান (ইগল প্রতীক) একটি নির্বাচনী ক্যাম্প নির্মাণ করেন। আজ সোমবার রাত পৌনে আটটার দিকে তাঁর কর্মী-সমর্থকেরা ওই নির্বাচনী ক্যাম্পে যাচ্ছিলেন। ওই ক্যাম্পের সামনে পৌঁছামাত্র আগে থেকে ওত পেতে থাকা নৌকার কর্মী-সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। হামলার সময় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের আসবাবপত্র ভাঙচুর করে তাঁরা। 

এ সময় হামলা ও লাঠিসোঁটার আঘাতে স্বতন্ত্র প্রার্থীর অন্তত ১০ সমর্থক আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত হয়েছেন সাদ্দাম (৩২), রোকন (২৮), কফিল (২৫), ফারুক (২৫), ফরহাদ (২২), রুবেল (৩০), হামজা (১৮) ও দেলখোশ মিয়া (৪০)। তাঁদের রাত ৯টার দিকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ ব্যাপারে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল বলেন, ‘নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর (ইগল) সমর্থকদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছে। হামলায় স্বতন্ত্র প্রার্থীর ১০ কর্মী আহত হয়।’ 

এ বিষয়ে জানতে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান হেলালের সঙ্গে মোবাইল ফোনে একাধিক যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

আরও কমেছে পেঁয়াজ আলু ও সবজির দাম

অবশেষে মায়ের শয্যাপাশে ছেলে

ভোটের পথে মিলতে যাচ্ছে জামায়াত ও এনসিপি

সবাই মিলে গড়ব দেশ—দেশে ফিরে প্রত্যয়ী তারেক রহমান

জুমার পর বাবার কবর জিয়ারত করে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান

হাদি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ৯ জানুয়ারি

তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে: হাসনাত আবদুল্লাহ

স্ত্রী-কন্যাকে নিয়ে মায়ের পাশে তারেক রহমানের দেড় ঘণ্টা

আগামীকাল ৩০০ ফুট-এয়ারপোর্ট রোডে বর্জ্য অপসারণ করবে বিএনপি

তারেক রহমানের দেশে ফেরাকে যেভাবে দেখছে বিশ্ব গণমাধ্যম