হোম > রাজনীতি

নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করুন, নইলে সুষ্ঠু নির্বাচন হবে না: প্রধানমন্ত্রীকে তৈমুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা তৃণমূল বিএনপির প্রার্থী ও সমর্থকদের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার। এসব পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণে আনা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে যাবে বলে সতর্ক করেছেন তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর পল্টনের মেহেরবা প্লাজার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তৈমুর আলম খন্দকার বলেন, ‘নির্বাচনের আগে সারা দেশে আমাদের প্রার্থী ও সমর্থকদের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। আমাদের সমর্থকেরা বিভিন্নভাবে হুমকির সম্মুখীন হচ্ছে, প্রতিকূল পরিস্থিতির স্বীকার হচ্ছে। কিছু কিছু ঘটনা যদি এখনই নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে যাবে।’

প্রধানমন্ত্রীকে দলীয় নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা আপনি সরকারকে নিয়ন্ত্রণ করছেন, আইনশৃঙ্খলা বাহিনী আপনার নিয়ন্ত্রণেই আছে। এসব ঘটনা নিয়ন্ত্রণ করেন। শেখ হাসিনা যদি এসব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে না।

সুষ্ঠু নির্বাচন হবে কিনা এমন শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সকল ধরনের বৈধ-অবৈধ অস্ত্র উদ্ধারসহ কেন্দ্র দখলের বাহিনীগুলোকে নিয়ন্ত্রণে ও আইনের আওতায় আনতে হবে। এসব দাবি পূরণ না হলে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নাই।

আওয়ামী লীগ নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী ও তাদের কর্মীদের ওপরও হামলা করছে জানিয়ে তৈমুর বলেন, এসব নিয়ন্ত্রণ করা না গেলে সুষ্ঠু নির্বাচন হবে না। প্রধানমন্ত্রীকে নিজের প্রতিশ্রুতি রক্ষাসহ নির্বাচনের লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানান তিনি।

জানাজা-দাফনে সহযোগিতায় তারেকের ধন্যবাদ

খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণ: মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও দোয়া

নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বিএনপির সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা জামায়াতের, তারেক রহমানকে জানালেন আমির

তারেক রহমানকে সমবেদনা জানাতে গেলেন জামায়াত আমির

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

জামায়াতের সঙ্গে সমঝোতা: এবার এনসিপি ছাড়লেন মুশফিক উস সালেহীন

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ