হোম > রাজনীতি

গণসংহতি আন্দোলনের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জোনায়েদ সাকিকে প্রধান সমন্বয়কারী এবং আবুল হাসান রুবেলকে নির্বাহী সমন্বয়কারী করে ৭৭ সদস্যের জাতীয় পরিষদ এবং ২৫ সদস্যের নির্বাহী কমিটি গঠন করেছে গণসংহতি আন্দোলন। আজ সোমবার দুপুরে সংগঠনটির সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসানইন বাবুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গত শুক্রবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় সংগঠনটির। সম্মেলনে দলের রাজনৈতিক অবস্থান, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের রূপরেখা, সাংগঠনিক পরিস্থিতি বিষয়ে পর্যালোচনা শেষে ৭৭ সদ্যের জাতীয় পরিষদ এবং ২৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 

দলের নির্বাহী কমিটিতে সাত সদস্যের রাজনৈতিক পরিষদ, সাত সদস্যের সম্পাদকমণ্ডলী এবং সাত সদস্যের নির্বাহী কমিটি নির্বাচন করা হয়। নির্বাহী কমিটির ৪টি সদস্যপদ খালি রাখা হয়। রাজনৈতিক পরিষদের সদস্যরা হলেন জোনায়েদ সাকি, আবুল হাসান রুবেল, দেওয়ান আবদুর রশিদ নীলু, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমী ও মনির উদ্দীন পাপ্পু। 

সম্পাদকমণ্ডলীর সদস্যরা হলেন জুলহাসনাইন বাবু, উচ্চা ভূঁইয়া, ফালগুনী সরকার, মুরাদ মোর্শেদ, ইমরাদ জুলকারনাইন, দীপক রায়, তরিকুল সুজন। নির্বাহী কমিটির সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা এস এম আমজাদ হোসেন, আলিফ দেওয়ান, মিজানুর রহমান মোল্লা, সৈকত মল্লিক, অপূর্ব নাথ, অঞ্জন দাস, উবা থুয়াই মার্মা। এছাড়া নাজার আহমেদ, ফিরোজ আহসান, কেরামত আলী ও নূরুল আলম শাহীনের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ