হোম > রাজনীতি

ফখরুল আপনাদের ভালো থাকতে দিবে না: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ময়মনসিংহবাসীর প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আসেন বঙ্গবন্ধুকন্যার সঙ্গে। খেলা হবে। আজকে ময়মনসিংহে ৭৩টি উদ্বোধন ও ৩০টি ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে আর দেখেছেন কোনো দিন। নৌকায় শেখ হাসিনাকে ভোট দিয়েছেন বলেই এই উন্নয়ন। মানুষের হাতে হাতে মোবাইল, ঘরে ঘরে ইন্টারনেট। এ সেবা অতীতে ছিল না, দিয়েছেন কে? ঘরে ঘরে এখন মায়েদের মোবাইলে সন্তানদের উপবৃত্তি। নারী জাতিকে সম্মানিত করেছেন শেখ হাসিনা।’ 

আজ শনিবার ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। 

জনসভায় উপস্থিত নেতা-কর্মী সমর্থকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা ভালো আছেন? কিন্তু ফখরুল ভালো থাকতে দিবে না। আপনারা খুশি থাকলে বিএনপি বেজার। পথ হারিয়ে বিএনপি এখন মানববন্ধনে। এমন অবস্থা হয়েছে ফান্দে পড়িয়া বগা কান্দে। ফখরুল ইসলাম আলমগীর দিশেহারা। বিএনপিকে আর এ দেশের মানুষ চায় না। ধানের শীষ পেটের বিষ। ধানের শীষের আরেক নাম পেটের বিষ। মানুষ এখন বলে সাপের বিষ।’ 

 ‘অন্তর জ্বালায় বিএনপি মরে। দিনের আরাম, রাতের ঘুম নষ্ট করে। অন্তর জ্বালায় মরে—শেখ হাসিনা এত উন্নয়ন করে। কী করে পদ্মা সেতু,  মেট্রোরেল করে। শেখ হাসিনার উন্নয়ন দেখে মানুষের চোখ জুড়ায় কিন্তু বিএনপির জ্বলে।’ 

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা ঠিক আছেন? খেলা তাহলে হবে। মৈশের শিং অনেক শক্তিশালী ময়মনসিংহ। আন্দোলনে হবে, নির্বাচনে খেলা হবে। দুর্নীতি, অর্থ পাচার, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে। ময়মনসিংহ প্রস্তুত। শেখ হাসিনার ডাকে খেলা হবে।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনে পথ হারিয়ে দিশেহারা। দৌড়াতে দৌড়াতে এখন তারা মানববন্ধনে দাঁড়িয়েছে। কিন্তু বিএনপির মুখের বিষ কমেনি। আরও উগ্র হয়ে গেছে। অশ্রাব্য ভাষায় ২৩ দফা, ১০ দফা, এসব করছে। গণতন্ত্র ধ্বংস করছেন আপনারা, ঠিক করেছেন শেখ হাসিনা। জয় বাংলাকে নির্বাসনে পাঠিয়েছেন আপনারা। ৭ মার্চকে নিষিদ্ধ করেছে বিএনপি। তারা বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে। তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে। আমরা জীবন থাকতে বিএনপির হাতে এই দেশ তুলে দিব না।’

গণভোটের প্রচারণার বিপক্ষে অবস্থান নিয়েছে ইসি: নাহিদ ইসলাম

খেলাফত মজলিসের মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে বিএনপি, এনসিপির অভিযোগ

এনসিপির নির্বাচনী ‘ক্রাউডফান্ডিং’ শুরু, প্রার্থীকে সরাসরি টাকা দেওয়া যাবে

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তারেক রহমানের নিরাপত্তায় বেহুলার বাসরঘরের মতো যেন ছিদ্র না থাকে: রিজভী

ইসির সদিচ্ছা না দেখলে ‘সব পন্থা’ অবলম্বনের হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে: মির্জা ফখরুল

তারেক রহমানের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ