হোম > রাজনীতি

নতুন দলকে যে প্রটোকল দেওয়া হচ্ছে, তা মন্ত্রীও পান না: বজলুর রশীদ ফিরোজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ অভিযোগ করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের কাছ থেকে অতিরিক্ত ‘প্রটোকল’ পাচ্ছে, যা কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রীও পান না। আজ বুধবার (২৩ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘একটা দল, সেটা নতুন দল, এখনো নিবন্ধিত দল না। ছাত্ররা এই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। আমাদের সম্মান আছে, তাদের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, স্নেহ আছে। কিন্তু তার মানে এই নয় যে, অপরাপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈষম্য তৈরি করে একটা দলকে সরকার পৃষ্ঠপোষকতা দেবে। কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রীও তো এই ধরনের প্রটোকল পায় না, এই নতুন দলকে যেভাবে প্রটোকল দেওয়া হচ্ছে।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার কাজ সরকার একা পারবে না উল্লেখ করে বজলুর রশীদ বলেন, ‘কিন্তু আমরা লক্ষ করলাম, সরকার অভ্যুত্থানের পরই রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে, তাদের সঙ্গে আলাপ-আলোচনা-পরামর্শ না করে এককভাবে সিদ্ধান্ত নিয়ে দেশ পরিচালনা করতে গিয়ে একটা লেজেগোবরে অবস্থা তৈরি করেছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার যখন খুব বিপদে পড়ে, আর সামলাতে পারছে না, টালমাটাল অবস্থা ও মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠছে, তখন রাজনৈতিক দলগুলোকে ডাকে। তারা দেখাতে চায় যে, এরা সবাই আমার সঙ্গে আছে। আমরা এই সরকারকে সমর্থন করেছি ঠিক, কিন্তু অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো কাজ করলে আমরা এই সরকারকে সমর্থন করব না। তার বিরোধিতা করব, সমালোচনা করব।’

মবকে সরকারের পক্ষ থেকে প্রশ্রয় দেওয়া হয়েছে অভিযোগ করে বজলুর রশীদ আরও বলেন, ‘ইতিপূর্বে অনেকগুলো ঘটনা, সেই ঘটনাকে কঠোর হস্তে দমন করা এবং মব সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই আজকে নতুন করে যে মব, সেটাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠেকাতে পারছে না, তারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না।’

সমাজতান্ত্রিক দল, বাসদ, এনসিপি, সরকার, ড. মুহাম্মদ ইউনূস, বৈঠক, রাজনৈতিক দল, প্রধান উপদেষ্টা

দুই কারণে পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডন যাত্রা

বিমানবন্দর থেকে সোজা এভারকেয়ার হাসপাতালে জোবাইদা রহমান

ঢাকায় পৌঁছেছেন জোবাইদা রহমান

খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেছে

খালেদা জিয়ার জন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব

লন্ডন থেকে ঢাকার পথে জোবাইদা রহমান

বিএনপির নামে ২৮০০ সিসির ডিজেল ইঞ্জিন ‘হার্ড জিপ’ নিবন্ধন দিল বিআরটিএ

এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’, খালেদা জিয়ার লন্ডন যাত্রায় কিছুটা বিলম্ব হতে পারে

সীমান্তে দুই বাংলাদেশি হত্যা, এনসিপির নিন্দা

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত, জুনায়েদ ও সাদিক