হোম > রাজনীতি

অবৈধ টাকা ছড়িয়ে নির্বাচনে জয়ী হওয়া যায় না: প্রতিমন্ত্রী রাসেল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর-২ (টঙ্গী-গাজীপুর সদর, জয়দেবপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘গাজীপুরে কিছু মানুষ সব সময়ই ষড়যন্ত্র করে। তাঁদের অবৈধ টাকা আছে। নির্বাচন এলেই টাকা ছড়িয়ে বিজয়ী হতে চায়। তাঁদের বলতে চাই, অবৈধ টাকা ছড়িয়ে নির্বাচনে বিজয়ী হওয়া যায় না। গাজীপুর ২ আসনের ভোটাররা যাচাই-বাছাই করেই ভোট দেবেন।’ 

আজ শনিবার বিকেলে টঙ্গীর এরশাদ নগর বস্তি এলাকায় গণসংযোগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহিদ আহসান রাসেল। 

প্রতিমন্ত্রী রাসেল আরও বলেন, গাজীপুরের মানুষ বিগত বছরগুলোতে সরকারের উন্নয়ন দেখে অবশ্যই নৌকা মার্কায় ভোট দেবে। 

এদিকে, নির্বাচনে কর্মী ও সমর্থকদের প্রচারণায় গোটা নির্বাচনী এলাকা সরগরম হয়ে উঠেছে। নৌকা প্রতীকে ভোট চেয়ে এলাকায় মাইকিং, পোস্টার ঝোলানো, লিফলেট বিতরণ ও পথসভা চলছে। 

এর আগে, আজ শনিবার সকাল থেকে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় বিভিন্ন স্থানে প্রতিমন্ত্রী রাসেল দলের নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান। 

উল্লেখ্য, গাজীপুর–২ আসন (টঙ্গী-গাজীপুর সদর, জয়দেবপুর) মনোনীত প্রার্থীরা হলেন–আওয়ামী লীগের (নৌকা) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, স্বতন্ত্র প্রার্থী গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক (ঈগল) সাইফুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) মো. আলিম উদ্দিন, জাতীয় পার্টির জয়নাল আবেদিন, তরিকত ফেডারেশনের প্রার্থী (ফুলের মালা) সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার। 

এ আসনে পুরুষ ভোটার সংখ্যা ৩ লাখ ৯১ হাজার ৩৭০ জন ও নারী ভোটার সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৩৪৭ জন এবং তৃতীয় লিঙ্গের ৯ জন ভোটার রয়েছেন।

মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

হাসপাতালে খালেদার শেষ দিনগুলো

দেড় দশকের ছায়াসঙ্গী ফাতেমা

ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন

মনোনয়নপত্র দাখিলে শীর্ষে বিএনপি, এরপর জামায়াত

হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা এড়াতে পারে না: রাশেদ খান

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

বিএনপির সব পদ থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার