হোম > রাজনীতি

অবৈধ টাকা ছড়িয়ে নির্বাচনে জয়ী হওয়া যায় না: প্রতিমন্ত্রী রাসেল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর-২ (টঙ্গী-গাজীপুর সদর, জয়দেবপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘গাজীপুরে কিছু মানুষ সব সময়ই ষড়যন্ত্র করে। তাঁদের অবৈধ টাকা আছে। নির্বাচন এলেই টাকা ছড়িয়ে বিজয়ী হতে চায়। তাঁদের বলতে চাই, অবৈধ টাকা ছড়িয়ে নির্বাচনে বিজয়ী হওয়া যায় না। গাজীপুর ২ আসনের ভোটাররা যাচাই-বাছাই করেই ভোট দেবেন।’ 

আজ শনিবার বিকেলে টঙ্গীর এরশাদ নগর বস্তি এলাকায় গণসংযোগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহিদ আহসান রাসেল। 

প্রতিমন্ত্রী রাসেল আরও বলেন, গাজীপুরের মানুষ বিগত বছরগুলোতে সরকারের উন্নয়ন দেখে অবশ্যই নৌকা মার্কায় ভোট দেবে। 

এদিকে, নির্বাচনে কর্মী ও সমর্থকদের প্রচারণায় গোটা নির্বাচনী এলাকা সরগরম হয়ে উঠেছে। নৌকা প্রতীকে ভোট চেয়ে এলাকায় মাইকিং, পোস্টার ঝোলানো, লিফলেট বিতরণ ও পথসভা চলছে। 

এর আগে, আজ শনিবার সকাল থেকে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় বিভিন্ন স্থানে প্রতিমন্ত্রী রাসেল দলের নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান। 

উল্লেখ্য, গাজীপুর–২ আসন (টঙ্গী-গাজীপুর সদর, জয়দেবপুর) মনোনীত প্রার্থীরা হলেন–আওয়ামী লীগের (নৌকা) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, স্বতন্ত্র প্রার্থী গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক (ঈগল) সাইফুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) মো. আলিম উদ্দিন, জাতীয় পার্টির জয়নাল আবেদিন, তরিকত ফেডারেশনের প্রার্থী (ফুলের মালা) সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার। 

এ আসনে পুরুষ ভোটার সংখ্যা ৩ লাখ ৯১ হাজার ৩৭০ জন ও নারী ভোটার সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৩৪৭ জন এবং তৃতীয় লিঙ্গের ৯ জন ভোটার রয়েছেন।

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ