হোম > রাজনীতি

অন্য কেউ পরিচালনায় থাকলে দেশ শ্মশান হতো: নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনা ছাড়া অন্য কেউ যদি দেশ পরিচালনায় থাকতো তাহলে এই দেশটা শ্মশানে পরিণত হতো। এই দেশে গৃহযুদ্ধ শুরু হতো। মানুষ মানুষকে হত্যা করতো, যেটা আজ আমেরিকায় শুরু হয়ে গেছে। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি তিনি আমাদের প্রতি সহায় আছেন।’ 

আজ শনিবার দিনাজপুরের বিরলের ১০ নং রানীপুকুর ইউনিয়নের জগতপুরে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীন উত্তর গোবিন্দপুর, বিরল-২ এর ৩৩ / ১১ কেভি ২০ / ২৮ এমভিএ ইনডোর উপকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী এ কথা বলেন। 

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এ দেশে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশে সাংবিধানিক সরকার ব্যবস্থা চালু হয়েছে।’ 

আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যর জয় হয়েছে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এই দেশের যা কিছু অর্জন তার সবকিছু আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। আমরা গর্ববোধ করি বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ পরিচালনা হচ্ছে।’ 

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়। 

বিরল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ