হোম > রাজনীতি

‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যমুনায় চার দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে। ছবি: প্রেস উইং

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চারটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের জরুরি বৈঠকের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাংবাদিকদের বলেছেন, ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র ঠেকাতে দেশীয় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অটুট রাখা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

আজ মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় চারটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে অংশগ্রহণকারী চারটি দল হলো বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

গাজী আতাউর রহমান বলেন, দেশের সাম্প্রতিক ঘটনাবলির পেছনে ফ্যাসিবাদী শক্তির চালানো অপপ্রচার ও বিশৃঙ্খলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা; বিশেষ করে গতকাল সোমবার মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে এই ষড়যন্ত্র জোরালো হয়েছে।

আতাউর রহমান বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনের সময় একে অপরের বিরুদ্ধে সমালোচনা ও প্রচারণা চালিয়ে থাকে, যা স্বাভাবিক। তবে আওয়ামী ফ্যাসিবাদ পুনরায় শক্তি সঞ্চয় করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না, সে ব্যাপারে ঐক্যবদ্ধ থাকার কথা সবাই স্বীকার করেছে।

সচিবালয়সহ দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিরাপত্তাহীন থাকার বিষয়টি উল্লেখ করে গাজী আতাউর রহমান বলেন, অতীতে এমন অবস্থা দেখা যেত না, কিন্তু বর্তমানে একাধিকবার সচিবালয় অরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। তিনি প্রশ্ন তোলেন, এ ক্ষেত্রে গোয়েন্দা ও প্রশাসনিক ব্যর্থতা রয়েছে কি না, তা সরকারকে তদন্ত করতে হবে।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, শুধু আওয়ামী ফ্যাসিবাদবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা নয়, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে অন্য রাজনৈতিক দলগুলোকেও নিয়ন্ত্রণ করতে হবে।

অতীতে সরকারের পাশে থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে আতাউর রহমান বলেন, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপি দল হিসেবে সব সময় সরকারের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সুনিশ্চিত করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও কমেছে পেঁয়াজ আলু ও সবজির দাম

অবশেষে মায়ের শয্যাপাশে ছেলে

ভোটের পথে মিলতে যাচ্ছে জামায়াত ও এনসিপি

সবাই মিলে গড়ব দেশ—দেশে ফিরে প্রত্যয়ী তারেক রহমান

জুমার পর বাবার কবর জিয়ারত করে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান

হাদি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ৯ জানুয়ারি

তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে: হাসনাত আবদুল্লাহ

স্ত্রী-কন্যাকে নিয়ে মায়ের পাশে তারেক রহমানের দেড় ঘণ্টা

আগামীকাল ৩০০ ফুট-এয়ারপোর্ট রোডে বর্জ্য অপসারণ করবে বিএনপি

তারেক রহমানের দেশে ফেরাকে যেভাবে দেখছে বিশ্ব গণমাধ্যম