হোম > রাজনীতি

মির্জা ফখরুলকে মাইক্রোবাসে তুলে নেওয়া হলো 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর গুলশানের বাসা থেকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়েছে। দেখা যায়, মাইক্রোবাসে ডিবি পুলিশ তাঁকে নিয়ে যাচ্ছে। মাইক্রোবাসের গ্লাস কালো হওয়ায় মির্জা ফখরুলকে দেখা যায়নি। আজ রোববার সকাল সাড়ে ৯টা নাগাদ এ ঘটনা ঘটে। 

ডিবি পুলিশ মির্জা ফখরুলকে আটক করেছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম সাংবাদিকদের বলেন, ‘সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় আসেন, মির্জা ফখরুল ইসলাসহ বাসার সবার সঙ্গে কথা বলেন। এরপর সিসি ক্যামেরার ফুটেজের হার্ডডিস্ক খুলে নেন। ঠিক ১০ মিনিট পর আবার ফিরে এসে আটক করে নিয়ে যান।’

রাহাত আরা বলেন, ‘মির্জা ফখরুল প্রচণ্ড অসুস্থ, তাঁর চিকিৎসা চলছিল। এভাবে নিয়ে যাবে মেনে নিতে পারছি না, ৭৫ বছর বয়স্ক মানুষ।’

এর আগে, আজ সকাল ৮টার পর বিএনপির মহাসচিবের গুলশানের বাসার সামনে অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা দরকার, বিএনপি তা-ই করবে: নজরুল ইসলাম খান

জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন: আখতার

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

সন্দেহজনক আচরণ: তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

একটি মহলের ইন্ধনে উদ্দেশ্যমূলকভাবে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে: গোলাম পরওয়ার

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক আজ

সংস্কারের তৃতীয় শক্তির উত্থান ঠেকাতে কাজ করছে নির্বাচন কমিশন: রাষ্ট্র সংস্কার আন্দোলন

দলগুলো ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে, তা ইশতেহারে সুস্পষ্ট করতে হবে: বদিউল আলম মজুমদার

আনিসুল ইসলামের প্রস্তাবককে অপহরণের অভিযোগ, পরে উদ্ধার

দেশ-বিদেশ থেকে ভালোবাসা ও সমবেদনা পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে: তারেক রহমান