হোম > রাজনীতি

আইন করে আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাকশাল করে আওয়ামী লীগের শেষ রক্ষা হয়নি। নির্বাচন কমিশন আইন করেও দলটির শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ‘বাকশাল: গণতন্ত্র হত্যার কালো দিবস’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে। 

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সেদিনও বাকশাল করেছিল নিজেদের বাঁচানোর আশায়। আজকেও তারা একটা নির্বাচন কমিশন আইন তৈরি করল। তারা ভাবছে তাঁরা বেঁচে যাবে এই আইনটা পাস করে। কিন্তু তারা ভুলে গেল বাকশাল করেও শেষ রক্ষা হয়নি। ঠিক একইভাবে এই আইন করেও তাদের শেষ রক্ষা হবে না।’ 
 
বর্তমান সংসদের নির্বাচন কমিশন আইন করার এখতিয়ার নেই এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘এই সংসদ জনগণের দ্বারা কোনো নির্বাচিত সংসদ নয়। সুতরাং এই আইন শুধু আমাদের কাছে নয়, সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আর যে আইন মানুষ গ্রহণ করে না, এটা কোনো আইনই নয়। সেটাকে কেউ মানবে না।’ 

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি খুব স্পষ্ট করে বলতে চাই এই আইন আমরা মানি না। এই হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনের প্রশ্নই উঠতে পারে না। আমরা আরেকবার বাকশালে ঢুকতে চাই না। আমরা বলেছি যে, অবিলম্বে পদত্যাগ করুন। পদত্যাগ করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। তারা সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে নির্বাচন কমিশন গঠন করবে। সেই সরকারের অধীনেই নির্বাচন হবে।’

ইসিকে চাপ দেওয়া তারেক রহমানের ‘সেই পরিকল্পনা’র অংশ কি না—জানতে চান নাহিদ

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

তারেক রহমানের সঙ্গে ১১ রাষ্ট্রদূতের বৈঠক

গণভোটের প্রচারণার বিপক্ষে অবস্থান নিয়েছে ইসি: নাহিদ ইসলাম

খেলাফত মজলিসের মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে বিএনপি, এনসিপির অভিযোগ

এনসিপির নির্বাচনী ‘ক্রাউডফান্ডিং’ শুরু, প্রার্থীকে সরাসরি টাকা দেওয়া যাবে