হেফাজতে ইসলামের নেতা মাওলানা মঞ্জুরুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম সাব্বির ইয়াসির আহসান চৌধুরী এই নির্দেশ দেন।
রোববার মামলার তদন্ত কর্মকর্তা এই মামলায় তাঁকে রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এর আগে গত ২৮ জুন তাঁকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়।
২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা করে পল্টন থানা পুলিশ। সেই মামলায় গত এপ্রিলে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।