হোম > রাজনীতি

আওয়ামী লীগ মিথ্যা বলে না: গয়েশ্বর চন্দ্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগ মিথ্যা বলে না-এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘অনেকেই বলেন আওয়ামী লীগ মিথ্যা কথা বলে। আমি বলবো, আওয়ামী লীগ মিথ্যা কথা বলে না। ওরা সত্য জানে না, তাই বলে না।’ 

জাতীয় প্রেসক্লাবে আজ সোমবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে এক দফা আন্দোলনের আহ্বান জানান তিনি। 

গয়েশ্বর অভিযোগ করে বলেন, দেশের প্রশাসন, আদালতসহ সবকিছু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আঁচলে বন্দী হয়ে আছে। এই আঁচল কাটতে হবে। 

তিনি বলেন, জনগণের দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। সব সমস্যার সমাধানে তাঁকে পদত্যাগ করাতে বাধ্য করা হবে। এক দফা আন্দোলনে সব সমস্যার সুরাহা হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মিথ্যাই এই সরকারের অবলম্বন। মিথ্যাই তাদের একমাত্র ভরসা। 

তাঁর অভিযোগ, করোনা নিয়ে লুটপাট, দুর্নীতি করেছে এই সরকার। সেই লুটপাটকে অক্ষুণ্ন রাখতে তাঁরা মানুষের লাশের ওপর দিয়ে ভাইরাস নিয়েও মিথ্যাচার করছে। 

বিএনপিকে দেশ থেকে নিশ্চিহ্ন করতে সরকার একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, এরই ধারাবাহিকতায় ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়েও তারা মিথ্যাচার করছে। 

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক আজ

সংস্কারের তৃতীয় শক্তির উত্থান ঠেকাতে কাজ করছে নির্বাচন কমিশন: রাষ্ট্র সংস্কার আন্দোলন

দলগুলো ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে, তা ইশতেহারে সুস্পষ্ট করতে হবে: বদিউল আলম মজুমদার

আনিসুল ইসলামের প্রস্তাবককে অপহরণের অভিযোগ, পরে উদ্ধার

দেশ-বিদেশ থেকে ভালোবাসা ও সমবেদনা পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে: তারেক রহমান

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন সৈয়দা নীলিমা দোলা

‘থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ বলা বৈষম্যবিরোধী নেতাকে শোকজ

তারেক রহমানের একান্ত সচিব হলেন আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

নির্বাচনী হলফনামা: মার্কিন নাগরিকত্ব ছাড়লেন শামা ওবায়েদ, কমেছে আয়

ভোটের রাজনীতি: জোটের পর তরুণদের আস্থা হারাচ্ছে এনসিপি