হোম > রাজনীতি

১৭ কোটি মানুষ কোথায় যাবে-না যাবে, সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিতে পারেন না: আমীর খসরু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘আমেরিকা না গেলে কিচ্ছু যায় আসে না’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যকে তাঁর ‘ব্যক্তিগত মত’ হিসেবে ধরে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত সিদ্ধান্ত ১৭ কোটি মানুষের ওপর চাপাতে পারেন না। 

আজ রোববার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

খসরু বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) কোথায় যাবেন-না যাবেন, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাংলাদেশের ১৭ কোটি মানুষ, তারা কোথায় যাবে, সে সিদ্ধান্ত তো তারা নেবে। একটা জাতি কোথায় যাবে-না যাবে, সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী তো এই সিদ্ধান্ত নিতে পারেন না।’

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ‘অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে’ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ আরোপের প্রসঙ্গ তুলে গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওয়ে দলীয় অনুষ্ঠানে কথা বলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমরা নিজের পায়ে চলব। নিজের দেশকে গড়ে তুলব। কারও মুখাপেক্ষী হয়ে না। কে আমাদের ভিসা দেবে, না নিষেধাজ্ঞা দেবে—ও নিয়ে মাথা ব্যথা করে লাভ নাই। ৩০ ঘণ্টা প্লেনে জার্নি করে, আটলান্টিক পার হয়ে ওই আমেরিকায় না গেলে কিচ্ছু আসে যায় না। পৃথিবীতে আরও অনেক মহাসাগর আছে, অনেক মহাদেশ আছে। সেখানেই আমরা যাতায়াত করব, তাদের সঙ্গে বন্ধুত্ব করব। আমাদের অর্থনীতি আরও উন্নত হবে, মজবুত হবে, আরও চাঙা হবে।’

বাংলাদেশে নির্বাচনব্যবস্থায় অনিয়মের সঙ্গে জড়িতদের ভিসা দেওয়ার ওপর কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়ে গত ২৪ মে নতুন ভিসা নীতি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। যুক্তরাষ্ট্র বলছে, তাদের কাছে যদি মনে হয়, সুষ্ঠু ও অবাধ নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করেছেন, তাহলে তাঁর ভিসা দেওয়া হবে না।

নতুন ভিসা নীতি ঘোষণার বিষয়টি ৩ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন ডিসিতে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে জানান। সেই বৈঠকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন।

বিষয়টি তখন জানা না গেলেও প্রধানমন্ত্রী মাসের শুরুর দিকে দেশে ফিরেই নিষেধাজ্ঞার আশঙ্কা তুলে ধরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন। কোনো দেশ ‘নিষেধাজ্ঞা দিলে তার কাছ থেকে কেনাকাটা বন্ধ করার’ ঘোষণাও দেন। তবে ২৪ মে নতুন ভিসা নীতি ঘোষণার পর সরকার বলেছিল, এটা নিয়ে তারা চিন্তিত নয়। 

আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদল জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠক করে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আমীর খসরু, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও জাপান দূতাবাসের প্রথম রাজনৈতিক সচিব মিস ইগাইও ছিলেন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘দেশের নির্বাচনব্যবস্থা, মানবাধিকার পরিস্থিতি, আইনের শাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে সবাই উদ্বিগ্ন, জাপানও উদ্বিগ্ন। বাংলাদেশে বর্তমানে কী হচ্ছে এবং আগামী দিনে কী হতে যাচ্ছে, তারা জানতে চাইছে। বাংলাদেশে যা হচ্ছে আমরা তাদের কাছে তা-ই বলেছি।’

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস