হোম > রাজনীতি

ভারতের চন্দ্রযান পাঠাতে লেগেছে ৯০০ কোটি টাকা, ছাত্রলীগ নেতা পাচার করেছেন ২০০০ কোটি: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত চন্দ্রযান পাঠিয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে তা অবতরণ করেছে। টাকা লেগেছে ৬৫০ কোটি রুপি, বাংলাদেশি টাকায় ৯০০ কোটি টাকা। আর ফরিদপুর জেলা ছাত্রলীগের একজন সভাপতি, তিনি পাচার করেছে ২ হাজার কোটি টাকা।

আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। 

বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে—দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘ওবায়দুল কাদেরকে দিয়ে অ্যান্টিবায়োটিকের কাজ করাতে চাচ্ছেন শেখ হাসিনা। এ জন্য মাঝেমধ্যে তাঁর মুখ দিয়ে এসব কথাবার্তা বলানো হচ্ছে। কিন্তু ক্যানসারের ঘা হলে অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ হবে না। কারণ, ভেতর থেকেই আওয়ামী লীগের জীবনীশক্তি শুকিয়ে যাচ্ছে। আর কোনো অ্যান্টিবায়োটিকে কাজ হবে না। আর এসব বলে সরকারের পরিণতি ঠেকানো যাবে না।’ 

এর আগে গতকাল শনিবার রাজধানীর মিরপুরে খাদ্যসামগ্রী বিতরণের এক অনুষ্ঠানে কাদের বলেন, ‘নির্বাচনে শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। গরিব মানুষদের বাঁচাতে হলে শেখ হাসিনাকে জেতাতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আওয়ামী লীগকে শেষ করে দেবে।’ 

এই বক্তব্য প্রসঙ্গে কাদেরের উদ্দেশে রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব এই কথাগুলো বলে নেতা-কর্মীদের মনোবল চাঙা রাখার চেষ্টা করলেও কি আর মনোবল চাঙা হবে? দেশের যে পরিণতি করেছেন, দেশকে যেভাবে ফোকলা করেছেন, অর্থনীতিকে যেভাবে আত্মসাৎ করে নিয়ে গেছেন, এটা আপনারা ঠেকাতে পারছেন না। এখন জোর-জুলুম করে, বিরোধী শক্তির ওপর একেবারে রাষ্ট্রযন্ত্র দিয়ে তাদের থেঁতলা করে, ঝাঁঝরা করে আপনারা মনে করেছেন ক্ষমতায় থাকবেন? পারবেন না।’ 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অসুস্থ নেতাদের আরোগ্য কামনায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এই অনুষ্ঠানের আয়োজন করে। বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরীর সভাপতিত্বে ও মৎস্যজীবী দলের সদস্যসচিব আব্দুর রহিমের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, উলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ নেসারুল হক, মাওলানা নজরুল ইসলাম তালুকদারসহ আরও অনেকে বক্তব্য দেন।

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ