হোম > রাজনীতি

বিএনপি নেতা কাইয়ুমকে ফেরত পাঠানো স্থগিত করলেন মালয়েশিয়ার হাইকোর্ট

অবৈধভাবে অবস্থানের অভিযোগে মালয়েশিয়ায় আটক বিএনপি নেতা এম এ কাইয়ুমকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আটকে দিয়েছেন দেশটির উচ্চ আদালত। 

আজ বৃহস্পতিবার বিচারপতি কে মুনিআনদির হাইকোর্ট বেঞ্চ অভিবাসন দপ্তরের ফেরত পাঠানোর সিদ্ধান্তে স্থগিতাদেশ দেন বলে মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে।

কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুমকে গত শুক্রবার অভিবাসন আইনে আটক করা হয়।

মালয়েশিয়ার মানবাধিকার সংগঠন সুয়ারা রাকায়েত মালয়েশিয়া কাইয়ুমের হয়ে আদালতে লড়ছে। এই সংগঠনের নির্বাহী পরিচালক সেভান দোরাইস্বামি শুনানিতে বলেন, কাইয়ুমের গ্রেপ্তার অবৈধ। কারণ, তিনি জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর স্বীকৃত শরণার্থী। এ-সংক্রান্ত পরিচয়পত্রও তাঁর আছে।

মালয়েশিয়ার অভিবাসন দপ্তর কাইয়ুমকে বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা থেকে সরে এসে আদালতের আদেশ পুরোপুরি বাস্তবায়ন করবেন বলে দোরাইস্বামি আশা প্রকাশ করেন। 

তিনি আরও বলেন, বছর তিনেক আগেও আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক অভিবাসনপ্রত্যাশীদের বের করে দেওয়ার কাজটি যেন এবার না হয়।

সেভান দোরাইস্বামি আশাবাদ ব্যক্ত করে বলেন, নিপীড়ন থেকে বাঁচতে আশ্রয় নেওয়া শরণার্থীদের সুরক্ষায় সরকার অবশ্যই তার প্রতিশ্রুতি রক্ষা করবে।

মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

হাসপাতালে খালেদার শেষ দিনগুলো

দেড় দশকের ছায়াসঙ্গী ফাতেমা

ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন

মনোনয়নপত্র দাখিলে শীর্ষে বিএনপি, এরপর জামায়াত

হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা এড়াতে পারে না: রাশেদ খান

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

বিএনপির সব পদ থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার