হোম > রাজনীতি

চুয়াত্তরের দুর্ভিক্ষের জন্য আমেরিকা দায়ী: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৯৭৪ সালে দেশে ভয়াবহ দুর্ভিক্ষের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। যুক্তরাষ্ট্রের কাছে চাল-গম কেনা হলেও সময়ে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় এসব কথা বলেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শহীদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্রে ধারাবাহিকতা ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জনপ্রতিনিধি ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা ও স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। 

মন্ত্রী বলেন, ‘দেশে ১৯৭৪ সালে যে দুর্ভিক্ষ হয়েছিল সে জন্য আমেরিকা দায়ী। কারণ বঙ্গবন্ধু নগদ টাকা পরিশোধ করে আমেরিকার কাছ থেকে চাল ও গম কিনেছিলেন। কিন্তু সেই চাল-গম মাঝপথে উধাও হয়ে গিয়েছিল। সময়মতো এসে পৌঁছায়নি। পয়সা দিয়ে চাল-গম কিনলাম কিন্তু পেলাম না। ফলে ১৯৭৪ সালে দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল। এ দুর্ভিক্ষের জন্য তারা দায়ী।’ 

মোজাম্মেল হক আরও বলেন, ‘আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধকে বানচাল করার আপ্রাণ চেষ্টা করেছে। এই ধারাবাহিকতায় তারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল। এখন বিদেশ আমাদের প্রভু না। দেশের জনগণই আমাদের শক্তি। এই সংবিধান যারা মানে না, যারা বাংলাদেশ মানেনি তারা আমাদের আশপাশেই আছে। আমাদের স্বাধীনতার পতাকা খামচে ধরতে চায়। দেশকে যারা অকার্যকর করতে চায় তাদের প্রতিহত করতে হবে।’ 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ময়েজউদ্দিন স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক ও মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি বলেন, ‘শহীদ ময়েজউদ্দিনের আত্ম-জীবনী আমাদের জন্য অনুসরণীয় ও অনুকরণীয় হওয়া উচিত। দেশের জন্য পরিকল্পিত জনসংখ্যা প্রয়োজন, সেটা তিনি ওই সময় অনুভব করে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমাজে ভূমিকা রেখেছেন। দারিদ্র্য বিমোচনেও তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল।’ 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষ, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবদুল বাতেন, ময়েজউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন

বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: নজরুল ইসলাম খান

রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

বরিশালের বহিষ্কৃত ১২ নেতা-নেত্রীকে পদে ফেরাল বিএনপি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নই: মির্জা ফখরুল

ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের উত্থান ও ছাত্রদলের অবস্থান নিয়ে যা বললেন মির্জা ফখরুল

গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ নেই: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

এ টি এম মাছুমকে আহ্বায়ক করে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

মুছাব্বির হত্যা দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার নির্মম বহিঃপ্রকাশ: মির্জা ফখরুল