হোম > রাজনীতি

নির্বাচনের জন্যই এখন বিএনপি নেতাদের উঁকিঝুঁকি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনকে উদ্দেশ্য করে এখন বিএনপি নেতাদের উঁকিঝুঁকি দিতে দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

ড. হাছান মাহমুদ বলেন, ‘এত দিন গ্রাম-গ্রামাঞ্চলে তাঁদের (বিএনপি) কোনো খবর ছিল না। নির্বাচনের উদ্দেশ্যে এখন বিএনপি নেতা কর্মীদের ধীরে ধীরে দিনে-রাতে বিভিন্ন নিমন্ত্রণ-দাওয়াতে দেখা যাচ্ছে। তাঁরা আবার মানুষের কাছে আসার চেষ্টা করছে। যখন বন্যা হয়েছিল, আপনারা তখন কোথায় ছিলেন? করোনাকালে একমুঠো চাল নিয়ে কেন মানুষের কাছে আসেননি?’ 

করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৫ জন উপদেষ্টামণ্ডলীর সদস্য মৃত্যুবরণ করেছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘কয়েক হাজার নেতা কর্মী মৃত্যুবরণ করছে। অনেকে অসুস্থ ছিল, আবার সুস্থ হয়ে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে মৃত্যুবরণ করেছে।’ 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘এই করোনাকালে অন্য কোনো দলকে দেখা যায়নি। যখন নির্বাচন আসছে তখন ভুল ধরার জন্য তাঁদের উঁকিঝুঁকি দিতে দেখা যাচ্ছে। এত দিন তাঁরা কোথায় ছিলেন। যখন দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হচ্ছে তখন দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে।’ 

শিলক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাশেম মাস্টারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তালুকদারের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম তালুকদার। প্রধান বক্তা হিসেবে সম্মেলনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জি. সামশুল আলম তালুকদার।

আযাদ, জারাসহ প্রার্থিতা ফিরে পেলেন যাঁরা

আমার নামের আগে ‘মাননীয়’ বলবেন না: তারেক রহমান

সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেয়িং ফিল্ড নাই: সৈয়দ রেজাউল করিম

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

জামায়াত জোটে এনসিপির প্রার্থী কত, দু-এক দিনের মধ্যেই ঘোষণা: নাহিদ

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন জমিয়ত নেতারা

এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াতের

গুলশানে নির্বাচনী কার্যালয় খুলল বিএনপি

বিএনপির কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার, তারেক রহমানের সঙ্গে বৈঠক

সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে: রুহুল আমিন হাওলাদার