হোম > রাজনীতি

বিএনপির কর্মসূচিতে দলটির নেতা-কর্মীদেরই আস্থা নেই: ওবায়দুল কাদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির কর্মসূচিতে দলটির নেতা-কর্মীদেরই আস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে রাজধানীর পুরোনো বাণিজ্য মেলার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। আগামীকাল শনিবার এই মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন তিনি। এখন সার্বিক প্রস্তুতি চলছে। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপির কর্মসূচির ওপর নেতা-কর্মীদেরও আস্থা নেই, জনগণেরও নেই। সরকারের পতন দূরে থাক, বিএনপি নিজেদের অস্তিত্বের সংকট নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।

ওবায়দুল কাদের আরও বলেন, শিগগিরই মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত অংশটি চালু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। মেট্রোরেল-এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ উন্নয়নের সুবিধা পাবে ঢাকাবাসী। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে সন্ত্রাস কিংবা সহিংসতা সৃষ্টির বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ সতর্ক অবস্থান রয়েছে। দেশের জন্য সরকারের উন্নয়ন কর্মসূচির কারণে আওয়ামী লীগের জনসমর্থন আগের চেয়ে বেড়েছে। 

আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, মেট্রোরেল ও পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে ইতিমধ্যে তা প্রমাণ করেছে। দেশের মানুষ এখন কথা বলতে, কথা শুনতে অভ্যস্ত নয়। তারা কাজ দেখতে অভ্যস্ত। আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে সেটা আওয়ামী লীগ সরকার উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করেছে। 

কাদের বলেন, বিদেশিদের আমন্ত্রণের বাইরে আওয়ামী লীগ যায়নি, গিয়েছে বিএনপি।

দলগুলো ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে, তা ইশতেহারে সুস্পষ্ট করতে হবে: বদিউল আলম মজুমদার

আনিসুল ইসলামের প্রস্তাবককে অপহরণের অভিযোগ, পরে উদ্ধার

দেশ-বিদেশ থেকে ভালোবাসা ও সমবেদনা পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে: তারেক রহমান

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন সৈয়দা নীলিমা দোলা

‘থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ বলা বৈষম্যবিরোধী নেতাকে শোকজ

তারেক রহমানের একান্ত সচিব হলেন আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

নির্বাচনী হলফনামা: মার্কিন নাগরিকত্ব ছাড়লেন শামা ওবায়েদ, কমেছে আয়

ভোটের রাজনীতি: জোটের পর তরুণদের আস্থা হারাচ্ছে এনসিপি

মায়ের জন্য দোয়া করলেন তারেক রহমান

খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন পরিবারের সদস্যরা