হোম > রাজনীতি

৩৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার পর গণতন্ত্র থাকে কী করে, প্রশ্ন ফখরুলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির ৩৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, এরপর দেশে গণতন্ত্র থাকে কী করে? সরকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ঢাকার প্রেসক্লাবে বিএনপির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ছয় শতাধিক নেতাকর্মী গুম হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘থানায় নিয়ে অসংখ্য নেতাকর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে। দেশের জনগণের জন্য সাম্প্রতিক আন্দোলনে বিএনপির চারজন নেতা-কর্মী নিহত হয়েছেন।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে তিন বছর ধরে আটকে রেখেছে। গত ১৫ বছর ধরে দেশ হতাশার মধ্যে আছে। গণতন্ত্র হরণকারীরা যখন গণতন্ত্রের কথা বলে, তখন তা ভয়ানক লজ্জাজনক বিষয় হয়ে দাঁড়ায়।’

দেশের ৪২ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, তাহলে দেশের উন্নয়ন কোথায় হয়েছে, তাও সরকারের কাছে জানতে চান বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘সরকারি দলের নেতারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। সেখানে তাঁরা সম্পদের পাহাড় গড়ছেন।’

মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ইতিহাসকে চাইলেই কেউ বিকৃত করতে পারে না। জিয়াউর রহমানকে চাইলেই কেউ ইতিহাস থেকে মুছে ফেলতে পারবে না।’ এ সময় তিনি খালেদা জিয়াকে আবারও দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেন।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘কোনো রাজনৈতিক দল ইতিহাস রচনা করতে পারে না। ইতিহাস কেউ মুছে দিতে পারে না। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন, তবে এই সরকার তা মুছে দেওয়ার চেষ্টা করছে।’

প্রতিযোগিতার সেরা লেখাগুলোকে বই আকারে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

প্রতিযোগিতার আহ্বায়ক কমিটির সভাপতি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ অন্যরা।

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয়—এমন কাজ বিএনপি করছে না: সেলিমা রহমান