হোম > রাজনীতি

নীল নকশার নির্বাচন করতে গোপন বৈঠক চলছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মাঠ শূন্য করে এই দেশের একক সম্রাজ্ঞী হয়ে থাকতে চান প্রধানমন্ত্রী। তাই নির্বিচারে গ্রেপ্তার চলছে। 

আবারও একটি নীল নকশার নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ‘গোপন বৈঠক হচ্ছে, গণভবনে সলাপরামর্শ হচ্ছে।’ তবে এসব করে লাভ হবে না বলেও সরকারকে হুঁশিয়ার করে দেন তিনি। তিনি বলেন, ‘সরকারের সময় শেষ, পতন হবে। জনগণ জীবন হাতের মুঠোয় নিয়ে রাস্তায় নেমেছে।’ 

আজ শুক্রবার বিকলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে নেতা-কর্মী আটকের চিত্র তুলে ধরেন রিজভী। 

সংবাদ সম্মেলনে ৫ ও ৬ নভেম্বর ঘোষিত ৪৮ ঘণ্টার অবরোধ শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি পালিত হবে। সরকারের কোনো উসকানিতে আমাদের দলের কোনো নেতা-কর্মী বা গণতান্ত্রিক সংগ্রামে রাজনৈতিক যেসব দল অংশগ্রহণ করেছে, প্রত্যেকেই কোনো উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করে যাবে।’ 

চলমান আন্দোলন প্রসঙ্গে রিজভী বলেন, ‘আমরা মনে করি, চলমান যে গণতান্ত্রিক আন্দোলন, একটা স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটের নিশ্চয়তা থাকবে। ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। এই অধিকার প্রতিষ্ঠার জন্যই এই আন্দোলন। এটা একটা আদর্শের আন্দোলন। এটা ন্যায়সংগত আন্দোলন, একজন বিবেকবান মানুষের বিকশিত হওয়ার আন্দোলন। এই আন্দোলনে যাঁরা সমর্থন দেবেন, তাঁরা যেই হোন না কেন, তাঁরা প্রত্যেকেই গণতান্ত্রিক এই যুদ্ধের সারথি হিসেবে থাকবেন। এই আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত চলতেই থাকবে।’ 

সংবাদ সম্মেলনে নেতা-কর্মীদের আটকের চিত্র তুলে ধরে রিজভী বলেন, ‘গত বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত বিএনপির অন্তত ২৯২ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এ সময় ১১টি মামলা হয়েছে এবং অন্তত ১ হাজার ৪৫ জনকে আসামি করা হয়েছে।’

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ