হোম > রাজনীতি

পরিসংখ্যান খাতে আরও স্বচ্ছতা চায় জাকের পার্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতির টার্গেট ৫ দশমিক ৬ শতাংশকে অবাস্তব বলে উল্লেখ করে পরিসংখ্যান সংস্থাগুলোর কাছে আরও স্বচ্ছতার আহ্বান জানানো হয়েছে। জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. সায়েম আমীর ফয়সল মঙ্গলবার বেলা ১২টায় জাকের পার্টির কার্যালয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান।

২০২২-২৩ অর্থবছরের ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেটের আলোকে দলের পর্যালোচনা ও প্রস্তাবনা তুলে ধরেন ড. সায়েম আমীর ফয়সল। তিনি বলেন, ‘প্রাদেশিক অর্থনৈতিক অঙ্গরাজ্য গঠন করার মাধ্যমে জেলা সরকারকে শক্তিশালী করে সুষম বণ্টন ও গুণগত ব্যয় করার সময় এসেছে। বাংলাদেশে অর্থের অপর্যাপ্ততা নেই, এখানে অব্যবস্থাপনা, গুণগত ব্যয় ও সুষম বণ্টনের অভাব রয়েছে।’ 

এ সময় তৃণমূল মানুষের কাছে প্রবৃদ্ধি সুফল পৌঁছে দিতে চাইলে এখন তা সময়ের দাবি বলে উল্লেখ করেন ড. সায়েম আমীর ফয়সল। 

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তিনটি প্রস্তাবনা তুলে ধরেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান। প্রস্তাবনাগুলো হলো—ব্যাংকের প্রকৃত সুদের হার ৩% বৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মজুতদারদের সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন ও ভূমি বা স্ব্ররণে সাধারণ বিনিয়োগকারিকে বিনিয়গের সুযোগ দান। দেশকে খাদ্য সংকট থেকে বাচাতে কমপক্ষে দুই বছরের খাদ্য মজুদ করার দাবিসহ শিক্ষা খাতে আরও গবেষণামূলক কাজ, ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা ও দলিল সংরক্ষণ ব্যবস্থা প্রণনয়ন, বৈদেশিক পুজি বাজারে বৈদেশিক বিনিয়োগের কথাও উপস্থাপন করা হয়। 

পদ্মাসেতুর কারণে আগামী ৩ অর্থবছরের মধ্যে আরও ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেশের অর্থনীতিতে যোগ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান।   

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা হচ্ছে: বিএনপি

পঞ্চগড়–১ ও ২: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাগপার রাশেদ

শেষ পর্যন্ত চেষ্টা করব জোট যেন অটুট থাকে: নাহিদ ইসলাম

ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়েই চূড়ান্ত প্রার্থী ঘোষণার আশা মামুনুল হকের

দেশের ভেতরে পোস্টাল ভোটে সাধারণ ব্যালট ব্যবহারের দাবি বিএনপির

ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনার দায়িত্ব নিয়েছেন মামুনুল হক: রাশেদ প্রধান

জামায়াতের জোটের আসন সমঝোতা চূড়ান্তে চলছে রুদ্ধদ্বার বৈঠক, সংবাদ সম্মেলন রাত ৮টায়

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম হতে পারে ‘এনপিএ’

আসন সমঝোতার আলোচনা, থমকে যাচ্ছে বারবার

এনসিপির অগ্রাধিকারে সংস্কার, বিচার ও কর্মসংস্থান