হোম > রাজনীতি

তারেক রহমানকে নিশ্চিহ্ন করার চক্রান্ত হচ্ছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারেই সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে—বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া, সেই চক্রান্ত হচ্ছে—যে নেতা, যিনি উঠে আসছেন, যার সম্ভাবনা দেখা দিয়েছে, সেই তারেক রহমানকে নিশ্চিহ্ন করে দেওয়া।

আজ রোববার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর হোটেল লেকশোরে ‘তারেক রহমান; দ্য হোপ অব বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

বিদ্যমান পরিস্থিতির আলোকে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা শুধু লড়াই করেছি বিগত সময়গুলোতে। কিন্তু সেই লড়াইটাকে সমৃদ্ধ করার যে জ্ঞানটা, সেটা কিন্তু আমরা অনেকেই অর্জন করতে পারিনি। আজকে তা না হলে যে কথাগুলো আমাদের শুনতে হচ্ছে, সে কথাগুলো হয়তো শুনতে হতো না।’

এ সময় সাইবার যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘এই জায়গাটায় কিন্তু আমরা দুর্বল। এই জায়গাটাকে সবল করতে হবে। এই জায়গায় তরুণদের আরও বেশি সামনে আসা দরকার। মেধার কোনো বিকল্প নেই। সেই মেধার জোরে আমাদের এগিয়ে যেতে হবে।’

গণভোটের প্রচারণার বিপক্ষে অবস্থান নিয়েছে ইসি: নাহিদ ইসলাম

খেলাফত মজলিসের মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে বিএনপি, এনসিপির অভিযোগ

এনসিপির নির্বাচনী ‘ক্রাউডফান্ডিং’ শুরু, প্রার্থীকে সরাসরি টাকা দেওয়া যাবে

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তারেক রহমানের নিরাপত্তায় বেহুলার বাসরঘরের মতো যেন ছিদ্র না থাকে: রিজভী

ইসির সদিচ্ছা না দেখলে ‘সব পন্থা’ অবলম্বনের হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে: মির্জা ফখরুল

তারেক রহমানের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ