হোম > রাজনীতি

‘বিএনপি লাঠির সঙ্গে পতাকা বেঁধে রাস্তায় নামলে খবর আছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগকে সংঘাতে জড়াতে বিএনপি উসকানি দিচ্ছে বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘২০ দলীয় জোটের নামে বিএনপি জগাখিচুড়ির আন্দোলনের মাঠে নেমেছে। বিএনপি ইচ্ছে করে উসকানি দিচ্ছে যাতে আওয়ামী লীগ সংঘাতে জড়ায়। তারা ইচ্ছে করে আওয়ামী লীগ, পুলিশকে উসকানি দেয়।’ সামনের দিনে বিএনপি পতাকার সঙ্গে লাঠি নিয়ে নামলে খবর আছে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দল আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘কোমরভাঙা, হাঁটুভাঙা বিএনপি লাঠির ওপর ভর করেছে। লাঠির দিন চলে গিয়েছিল, বিএনপি আবার তা ফিরিয়ে এনেছে। লাঠি নিয়ে রাজপথে যত আস্ফালন হোক, আমরা এর জবাব দিব।’

বিএনপির নেতা কর্মীরা লাঠির সঙ্গে জাতীয় পতাকা বেঁধে তাদের সমাবেশে যোগ দিচ্ছে এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। বিষয়টি উল্লেখ করে কাদের বলেন, ‘সামনের দিনে পতাকার সঙ্গে লাঠি নিয়ে নামলে খবর আছে। পরিষ্কার বলে দিতে চাই, সামনে খবর আছে। লাঠি নিয়ে খেলা চলবে না। আগুন নিয়ে খেলা, অগ্নি সন্ত্রাস চলবে না।’

আওয়ামী লীগ কাউকে রাজপথ ইজারা দেয়নি বিষয়টি আবারও উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘রাজপথ কারও পৈতৃক সম্পত্তি নয়। আওয়ামী লীগ রাজপথে আছে, প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে। আমরা জনগণের জন্য, উন্নয়ন ও অর্জনের জন্য রাজপথে নামব।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু মুজিবকে হারিয়ে আমরা অমাবস্যার অন্ধকারে ছিলাম। এর ৬ বছর পর শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে ফিরে এসেছিলেন রক্তভেজা দুঃখিনী বাংলায়।’

১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা দেশে ফিরে গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছেন দাবি করে কাদের বলেন, ‘তিনি দেশে এসেছিলেন বলে যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। তিনি ফিরেছেন বলে দেশে উন্নয়নে অর্জনের ধারা সূচিত হয়েছে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল