নিজস্ব প্রতিবেদক
ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার দুপুরে জাপার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা কার্ডটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছায়।
জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী সচিব অ্যাডভোকেট আবু তৈয়ব এবং জাপার সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রটোকল অফিসার আবু জাফর রাজুর কাছে ঈদের শুভেচ্ছা কার্ডটি পৌঁছে দেন।