হোম > রাজনীতি

লকডাউনে দ্বৈত নীতির কারণেই রূপগঞ্জে জীবন ঝরেছে: বিএনপি   

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক জানিয়েছে বিএনপি। দুর্ঘটনার জন্য লকডাউন নিয়ে সরকারের দ্বৈত নীতিকে দায়ী করেছে দলটি। 

শুক্রবার বিকেলে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যদি লকডাউনে মিল–কারখানা বন্ধ থাকত, তাহলে এত নিরীহ মানুষকে নির্মমভাবে জীবন দিতে হতো না। একদিকে লকডাউন নিয়ে সরকারের দ্বৈত নীতি, অন্যদিকে কর্মস্থলে অনিরাপদ পরিবেশ ও উদাসীনতার জন্যই এতগুলো জীবন ঝরে পড়ল।  কোনোভাবেই সরকার এ দুর্ঘটনা ও মৃত্যুর দায় এড়াতে পারে না।’ 
 
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মহামারি করোনা মোকাবিলার জন্য সরকার একদিকে লকডাউন ঘোষণা করেছে। অন্যদিকে মিল-কলকারখানা চালু রেখেছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে এসে অগ্নিকাণ্ডে পুড়ে নির্মমভাবে জীবন দিতে হলো খেটে খাওয়া শ্রমিক-কর্মচারীদের। 

দুর্ঘটনা রোধে সরকার কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, কলকারখানাগুলোতে কাজের নিরাপদ পরিবেশ নাই। শ্রমিক কর্মচারীদের জীবনের নিরাপত্তা নাই। দুর্ঘটনা ঘটার পর সরকার তদন্ত কমিটি করে, বিভিন্ন আশ্বাস দেয়। কিন্তু পরে তা আর আলোর মুখ দেখে না।’ 

রূপগঞ্জের ঘটনাকে হৃদয়বিদারক ও মর্মস্পর্শী বলে মন্তব্য করে এর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানান বিএনপি মহাসচিব। একই সঙ্গে নিহত-আহত ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তিনি।

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির