হোম > রাজনীতি

ভাঙচুরের সঙ্গে আমাদের নেতাকর্মীরা জড়িত নয়: নূর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামে পূজা মণ্ডবে হামলার অভিযোগে যুব অধিকার পরিষদের নেতাকর্মী আটক এবং তিস্তা ব্যারেজ খুলে দিয়ে বাংলাদেশে কৃত্রিম বন্যা সৃষ্টি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ। বিক্ষোভ সমাবেশে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, চট্টগ্রামের পূজা মণ্ডপে হামলার অভিযোগে আমাদের যে দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা এই ভাঙচুরের সঙ্গে জড়িত নয়। 

আজ শুক্রবার বিকেলে রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নুরুল হক নূর আরও বলেন, এই সহিংসতায় আমরা বিএনপি বা আওয়ামী লীগকে দোষী করতে চাই না। এসব হামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাই। সিসিটিভি ফুটেজের মাধ্যমে যেভাবে ইকবালকে শনাক্ত করা হয়েছে সেভাবে আমাদের চট্টগ্রামের দুই নেতার সিসিটিভি ফুটেজও বের করা হোক। মিছিলের ছবি দিয়ে হামলাকারী চিহ্নিত করা যায় না। এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড। 

সমাবেশে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের আরেক সংগঠক ফারুক হাসান বলেন, ভারত অসময়ে তিস্তা ব্যারেজের গেট খুলে দিয়ে বাংলাদেশে অকাল বন্যার সৃষ্টি করেছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। এটা নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ। আট টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলে প্রথমবার ক্ষমতায় এসেছিল এই সরকার। অথচ এখন পেঁয়াজ, তেল ও মাংসের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণের হাতের নাগালে নেই। এই সরকার শুধু প্রহসন করে। প্রহসনের সরকার এই দেশের জনগণ চায় না। 

আরেক অন্যতম প্রধান সংগঠক রাশেদ খান বলেন, এই সরকার ভারত থেকে সাম্প্রদায়িকতা আমদানি করেছে। দেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারা। ভারতের বিজেপির ফর্মুলায় তারা বারবার ক্ষমতায় থাকতে চায়। অথচ এ দেশের মানুষ ক্ষুধার জ্বালায় গলায় দড়ি দিচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত, সেদিকে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। 

দ্রুতই রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে চাওয়ায় সারা দেশে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের ওপর প্রতিহিংসামূলক মামলা, হামলা করা হচ্ছে-বক্তৃতায় এমন অভিযোগ করেন সংগঠনটির নানা স্তরের নেতারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তিস্তার পানির মীমাংসা না করতে পারায় বর্তমান সরকারকে ব্যর্থ আখ্যা দিয়ে দ্রুত ক্ষমতা ছাড়ার আহ্বানও জানান তাঁরা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। 

৩১ আসনে মনোনয়নপত্র জমা দিল জেএসডি

এনসিপিতে তিন ধরনের বিদ্রোহী নেত্রী

নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা জাসদের

জামায়াতের আমিরের হাতে নগদ টাকা আছে ৬১ লাখ

মনোনয়নপত্র জমা দিলেন তাসনিম জারা

এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেবেন না যুবশক্তি নেত্রী দ্যুতি

নির্বাচনে অংশ নিচ্ছেন না এনসিপি নেত্রী সামান্তা শারমিন

৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিল এনসিপি

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ

নির্বাচনে অংশ নেবেন না আসিফ মাহমুদ