রাজধানীর উত্তরায় বিএনপির কালো পতাকা মিছিল থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, সব ধরনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে উত্তরায় মিছিল বের করেছিল বিএনপি।
এ মিছিল থেকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এর আগে দুপুর আড়াইটার দিকে মঈন খানের নেতৃত্বে বিএনপির ৫০-৬০ জন নেতা-কর্মী উত্তরা ১২ নম্বর সেক্টরে কালো পতাকা মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় পুলিশ এসে কয়েকজনকে আটক করে।
কালো পতাকা মিছিলে মঈন খান বলেন, ‘শেখ হাসিনার সাজানো ডামি নির্বাচন মানি না, মানবো না। আমাদের এক দফা এক দাবি, অবৈধ সংসদ বাতিল করতে হবে।’
ড. মঈন খানকে একটি প্রাইভেটকারের সামনের সিটে বসে উত্তরা ত্যাগ করতে দেখা যায়।