হোম > রাজনীতি

তারেক-জোবাইদার মামলার রায়ের বিরুদ্ধে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায়কে আজ্ঞাবহ উল্লেখ করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন। 

আজ বুধবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা ভিআইপি রোডের নাইটিঙ্গেল মোড় থেকে পানির ট্যাংকি এলাকা প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে এসে শেষ করেন। মিছিল শেষে সেখানে শুরু হয় সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ। 

মিছিলে বিভিন্ন গ্রুপে নেতৃত্ব দিতে দেখা গেছে যুবদল নেতা সুলতান সালাহউদ্দিন টুকু ও মহানগর বিএনপি নেতা আমান উল্লাহ আমান, যুব মহিলা দলের নেত্রী নিপুণ রায় ও দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আরও অনেকে। 

মিছিল থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী আজকের পত্রিকাকে বলেন, ‘এই রায় শেখ হাসিনার প্রতিহিংসার রায়। এই রায় আমরা মানি না। এই রায় অবৈধ। আমরা এর প্রতিবাদ জানাই।’ 

রায়-পরবর্তী সময়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা। এতে অংশ নেন ঢাকা মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা তারেক রহমানের মুক্তির দাবিতে এবং সরকারবিরোধী নানা স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি মোকাবিলায় নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেছে।

এর আগে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের এবং তাঁকে সহায়তা করার জন্য স্ত্রী ডা. জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বিকেলে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। 

কারাদণ্ডের পাশাপাশি তারেককে তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পরিশোধে ব্যর্থ হলে তিন মাস কারাভোগ করতে হবে। আর জোবাইদাকে ৩৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস কারাভোগের রায় দেওয়া হয়েছে। 

তারেক রহমান ও জোবাইদা রহমান পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে সাজাসহ নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আর তারেক রহমানের জব্দকৃত ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধা জাপা: মহাসচিব বনাম ভাইস চেয়ারম্যান

ঢাকা-৬ আসন: নানা সংকটের সমাধান দাবি ভোটারদের

পটুয়াখালী-৩: নুরকে জেতাতে মাঠে কেন্দ্রীয় বিএনপি

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে: আসিফ মাহমুদ

জুলাই শহীদদের নিয়ে বিএনপির পরিকল্পনা ‘ইসির কারণে’ বিস্তারিত বললেন না তারেক রহমান

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: মঈন খান

ইসলামী আন্দোলনের জন্য এখনো আলোচনার দরজা উন্মুক্ত: জামায়াত

তারেক রহমানের সঙ্গে ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ