হোম > রাজনীতি

প্রধান উপদেষ্টাকে সব দলের প্রধানকে ডেকে কথা বলার আহ্বান নুরের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ছবি: আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমাদের আশ্বাস ও বিশ্বাসের ঘাটতি হয় নাই। তবে কিছু কিছু উপদেষ্টার ব্যাপারে প্রশ্ন উঠেছে। তাঁরা বিভ্রান্ত ছড়িয়েছেন যে ড. ইউনূস পদত্যাগ করবেন। তাঁরা অল্প বয়সে নেতা হয়ে আইনশৃঙ্খলাকে তোয়াক্কা না করে অপরাধীদের ছাড়িয়ে আনতে যায়, বাসা ঘেরাও করে, সচিব হটাও, ডিসি হটাও, এসপি হটাও। যারা এ ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে, তাদের প্রধান উপদেষ্টা সংযত হতে বলেছেন।’ 

আজ শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজিত গণসমাবেশে দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এসব কথা বলেন। 

প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করে নুর বলেন, ‘দেশ চালাতে যদি আপনার কোনো সমস্যা মনে হয়, আপনি সব দলের প্রধানকে ডাকেন, কথা বলেন। আমরা সবাই আপনাকে সহায়তা করবে।’

কয়েকজন উপদেষ্টার সমালোচনা করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে বিভ্রান্ত ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। যার কারণে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। আদালত নির্দেশনা দিলেও এনসিপির নেতা উপদেষ্টা আসিফ ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাককে বসতে দেবে না। বিএনপি একটি বড় দল। আদালত যখন রায় দেয়, আর সরকারের উপদেষ্টা যদি বাধা দেয়, তাহলে বিএনপি তো তা মেনে নেবে না। যার ফলে ঢাকায় গত কয়েক দিন আন্দোলন হয়েছে। এই নাবালক উপদেষ্টার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।’

নুর বলেন, ‘জুলাই আন্দোলন শুধু ছাত্রদের নিয়ে হয়নি। আপামর জনতা ঐক্যবদ্ধভাবে না নামলে শেখ হাসিনাকে উৎখাত করা যেত না। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে, তাদের সঙ্গে সঙ্গে চিকিৎসাসেবা না দিয়ে ৯ মাস পর কেন বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এর কারণ কী?’

নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সাধারণ সম্পাদক আখতার হোসেন প্রমুখ।

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির