হোম > রাজনীতি

গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার মুক্তি চায় দেশের মানুষ: মির্জা ফখরুল  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের মানুষের কল্যাণের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দরকার। এ জন্য সারা দেশের মানুষ তাঁর মুক্তি চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক সমাবেশে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। 

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, `দেশনেত্রী খালেদা জিয়া শুধু বিএনপির নেতা বলে আমরা বলছি না, এই দেশের মানুষের কল্যাণের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য সারা দেশের মানুষ আজকে তাঁর মুক্তি চায়। সারা দেশের মানুষ চায় তিনি যেন আরও অনেক দিন বেঁচে থাকেন।'

সরকারের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, `দেশনেত্রী এবং দেশের গণতন্ত্র একাকার। আজকে তাঁকে বন্দী করে দেশের স্বাধীনতাকে বন্দী করা হয়েছে। গণতন্ত্রকে বন্দী করা হয়েছে। আজকে তাঁকে হত্যার ষড়যন্ত্র করে বাংলাদেশের অস্তিত্বকে বিলুপ্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে। দেশনেত্রীকে মুক্ত না করলে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসবে। আপনারা (সরকার) বাঁচার স্বার্থে তাঁকে মুক্ত করুন। তাঁর বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন। তা না হলে আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না।'

ছাত্রদের আন্দোলনের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, আজকে ছেলেরা আপনাদের লাল কার্ড দেখিয়েছে। কারণ আপনারা সড়কে সঠিক দায়িত্ব পালন করতে পারছেন না। 

রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান, এক দিনে সাত জেলায় ৭ সমাবেশ

৩০ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩

বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের