হোম > রাজনীতি

দলগুলোর মধ্যে কোনো অনৈক্য নেই, স্বার্থের সংঘাত আছে: মির্জা আব্বাস

সাভার (ঢাকা) প্রতিনিধি

জাতীয় স্মৃতিসৌধে বক্তব্য দিচ্ছেন মির্জা আব্বাস। ছবি: আজকের পত্রিকা

‘প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে। আমরা সেখানেই বিশ্বাস রাখতে চাই। আর নির্বাচন হবে না—এমনটা বিশ্বাস আমরা করি না।’

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে স্বার্থের সংঘাত থাকলেও কোনো অনৈক্য নেই বলে উল্লেখ করেছেন তিনি।

আজ বুধবার মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস।

কোনো অনৈক্য রয়েছে কি না, প্রশ্নে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘অনৈক্য কিছু নাই। স্বার্থের সংঘাত আছে, প্রত্যেকটা দলের নিজস্ব আদর্শিক জায়গা আছে, যার যার একটা মতাদর্শ আছে। যার যার মতাদর্শ থেকে কথা বলে। এটা আমি অনৈক্য বলব না। যদি কেউ অনৈক্য বলে, এটাকে আমি এমন করে বলব—এমন সময় যদি কখনো আসে, জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাব। এখানে কোনো ভুল নাই। এখন দলীয় আদর্শিক স্বার্থে হয়তো আলাদা কথা বলছি, হতে পারে। কিন্তু যখন প্রয়োজন হবে, তখন বাংলাদেশের জনগণ এক হয়ে যাবে।’

মির্জা আব্বাস বলেন, ‘আজকে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, অতঃপর দেশে থেকে যুদ্ধ করে উনি দেশকে স্বাধীন করেছেন। স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ মাঝে আমরা হারিয়ে ফেলেছিলাম। ৫ তারিখের পরে আবার নতুন করে পেয়েছি। আমি ’৭১-এর বীর শহীদ যাঁরা নিজেদের প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন, রক্তের বিনিময়ে যারা স্বাধীনতা এনে দিয়েছেন, তাঁদের স্মরণ করছি। তাঁদের পরিবারের যাঁরা এখনো বেঁচে আছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আজকের এই দিনে দেশবাসীকে খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা এই মাত্র কিছুদিন আগে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন করে স্বৈরাচারকে তাড়িয়ে একটা নতুন স্বাদ পেয়েছি। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা। আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করে, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে, তারা আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চায়। ’৭১-এর স্বাধীনতায় তাদের কোনো ভূমিকা ছিল না। সুতরাং এই দিনটাকে তারা খাটো করতে চায়।’

তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চান। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, বিএনপি নেতা আমানুল্লাহ আমান, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায়সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শরিকদের সঙ্গে আলোচনা ছাড়াই বিএনপির প্রার্থী ঘোষণায় ক্ষুব্ধ ১২ দলীয় জোট

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে নয়, কাল কাতার থেকেই আসছে এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়ার সুস্থতায় সারা দেশে বিশেষ দোয়া

দুই কারণে পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডন যাত্রা

বিমানবন্দর থেকে সোজা এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান

খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেছে

খালেদা জিয়ার জন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব

লন্ডন থেকে ঢাকার পথে জোবাইদা রহমান

বিএনপির নামে ২৮০০ সিসির ডিজেল ইঞ্জিন ‘হার্ড জিপ’ নিবন্ধন দিল বিআরটিএ