হোম > রাজনীতি

পরাজিত শক্তির লোকেরা বসে নেই: জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলেও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি। 

আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ শেষে তিনি বলেন, ‘ছাত্র-জনতার পরাজিত শক্তির লোকেরা বসে নেই। তারা দেশে-বিদেশে নানা চক্রান্ত করছে। প্রশাসনের সব সেক্টরে এখনো তাদের লোক বসে আছে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলব, তাদের ব্যাপারে ব্যবস্থা নিন।’ 

প্রতিবেশী ভারতের দিকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘পাশের দেশের বড় বড় নেতাদের বক্তব্য শুনলেই বুঝতে পারবেন, কীভাবে ষড়যন্ত্র হচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী প্রতিটি নাগরিককে ষড়যন্ত্র মোকাবিলায় এগিয়ে আসতে হবে।’ 

এদিন ভারতকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা যেমন ভারতের স্বাধীনতা–সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, তেমনি ভারতেরও উচিত আমাদের স্বাধীনতা–সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। কোনো দল বা ব্যক্তির প্রতি যদি আপনাদের (ভারত) যোগাযোগ থাকে, তাহলে বাংলাদেশের মানুষ—এটা ভালোভাবে মেনে নেবে না। বাংলাদেশের জনগণ যেমন দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করতে পারে, তেমনি বিদেশি হানাদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং তেজ দেখাতে জানে। বাংলাদেশ যে একটি বীরের জাতি, এটা আপনাদের মাথার মধ্যে কিন্তু রাখতে হবে।’ 

নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। 

এ সময় ভারতের উদ্দেশে বিএনপির এই নেতা আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ দেশ থেকে এক দানবকে তাড়িয়ে মুক্ত বাতাসে চলাফেরা করছে। আমি যে গ্রেপ্তার হতে পারি, গুম হতে পারি—এ শঙ্কা আর নাই। এখন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করছে, শান্তিতে ঘুমাতে পারছে। এটা কী আপনারা (ভারত) চাচ্ছেন না? বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, মানুষ শান্তিতে থাকুক—এটা কী ভারতের নীতিনির্ধারকেরা পছন্দ করে না?’ 

রোববার সাতক্ষীরায় বিএনপির জনসমাবেশ
 
দলের প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের কারামুক্তি উপলক্ষে আগামীকাল রোববার সাতক্ষীরায় জনসমাবেশের আয়োজন করেছে বিএনপি। জেলার কলারোয়া ফুটবল ময়দানে বেলা ২টায় এই সমাবেশ শুরুর কথা রয়েছে। সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্ব সমাবেশে বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডসহ আরও অনেকে বক্তব্য দেন।

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ