হোম > রাজনীতি

হিরো আলমের ওপর হামলা: ‘আগামী নির্বাচনে বিরোধী দলের প্রতি কেমন আচরণ হবে তার প্রতিফলন এটি’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে হিরো আলমের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদ উপনির্বাচনে একজন প্রার্থী হিরো আলমের ওপর জয় বাংলা স্লোগান দিয়ে যেভাবে আক্রমণ করা হলো, তাতে প্রমাণ হয় আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো মতাবলম্বীরা রাষ্ট্রে নিরাপদ থাকতে পারবে না। আগামী সংসদ নির্বাচনে বিরোধী দলের প্রতি কী আচরণ হবে তারও পূর্বাভাস বা প্রতিফলন ঘটেছে এ ঘটনায়। জনগণের ওপর হামলা বা নির্যাতন করে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ বন্ধ করা যায়—এ ধরনের চিন্তা সরকারের নৈতিক দেউলিয়াত্বের পরিচয় প্রকাশ করে। অবিলম্বে হিরো আলমের ওপর হামলাকারীসহ নির্দেশদাতাদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে হবে। 

এর আগে আজ সোমবার বেলা সোয়া ৩টার দিকে রাজধানীর বনানী এলাকার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর এ হামলা হয়। হিরো আলমের ওপর হামলাকারীরা নৌকা প্রতীকের ব্যাজ পরে ছিলেন। 

হিরো আলমের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশের গুলশান বিভাগ সূত্রে জানা যায়, হিরো আলমের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক দুজনের একজনের নাম শেখ শহীদুল্লাহ বিপ্লব ও অপরজন সানোয়ার গাজী।

সব দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক: নাহিদ ইসলাম

শরিকদের সঙ্গে আলোচনা ছাড়াই বিএনপির প্রার্থী ঘোষণায় ক্ষুব্ধ ১২ দলীয় জোট

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে নয়, কাল কাতার থেকেই আসছে এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়ার সুস্থতায় সারা দেশে বিশেষ দোয়া

দুই কারণে পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডন যাত্রা

বিমানবন্দর থেকে সোজা এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান

খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেছে

খালেদা জিয়ার জন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব

লন্ডন থেকে ঢাকার পথে জোবাইদা রহমান