হোম > রাজনীতি

করোনা যুদ্ধে মাছ ভাসিয়ে রাখার বাজেট: হাসানুল হক ইনু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুদূর প্রসারী পরিকল্পনার কোন সুনির্দিষ্ট ছক নেই। এটা করোনা যুদ্ধে মাছ ভাসিয়ে রাখার বাজেট। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া বাজেট পরবর্তী প্রাথমিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

হাসানুল হক ইনু বলেন, এটা হচ্ছে করোনা যুদ্ধে মাছ ভাসিয়ে রাখার একটা বাজেট। কিন্তু যুদ্ধে বিজয়ের জন্য সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে বাজেটে কোনো সুনির্দিষ্ট ছক নাই। এই বাজেটে আমি আশা করেছিলাম প্রধানমন্ত্রীর প্রণোদনা বাস্তবায়নে যেটুকু কমতি, ঘাটতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেটে সম্পূর্ণ ব্যর্থতার যে ঘটনা ঘটেছে সেটা চিহ্নিত করে এবং তার থেকে কীভাবে উদ্ধার পাবো আমরা সেই ব্যাপারে বাজেটে সুনির্দিষ্ট দিক নির্দেশনা। কিন্তু তা পাইনি। 

জাসদ সভাপতি বলেন, বাজেটে অর্থমন্ত্রী গতানুগতিকতার বাইরে আসার কথা বললেও স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে যে বরাদ্দ দিয়েছেন তা গতানুগতিক। সামষ্টিক অর্থনীতির সাফল্য থাকলেও কোভিড-১৯ এর অভিঘাত থেকে অর্থনীতিকে সচল রাখার সফলতায় এবার আশা করেছিলাম এই বাজেট স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, সামাজিক সুরক্ষা ও ডিজিটাল খাতে যুগান্তকারী, দিক বদলকারি পদক্ষেপ নেবেন। 

হাসানুল হক ইনু বলেন, স্বাস্থ্য খাতে বা প্রধানমন্ত্রীর প্রণোদনা বাস্তবায়নে যে বরাদ্দ রাখা হয়েছে তা বাস্তবায়ন করতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি অর্থমন্ত্রী এই বাজেটে দেননি। আমি মনে করেছিলাম উপযুক্ত মনিটরিং ব্যবস্থা এবং বাস্তবায়নের পদক্ষেপগুলো আরও পরিষ্কার করবেন। কেন ব্যর্থ হলো, কারা ব্যর্থ হলো তাদেরকে দায়বদ্ধ করে আসামির কাঠগড়ায় দাঁড় করানো উচিত। 

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয়—এমন কাজ বিএনপি করছে না: সেলিমা রহমান

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান