হোম > রাজনীতি

চলমান আন্দোলনে বড় মাত্রা যোগ করেছে যুগপৎ কর্মসূচি: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের যুগপৎ কর্মসূচি জনমনে আস্থা এনেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে এই কর্মসূচির ফলে আন্দোলনে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে বলেও মনে করছেন তিনি।

যুগপৎ আন্দোলনের কর্মসূচি সফল করতে বিভিন্ন রাজনৈতিক জোট ও দলের সঙ্গে বৈঠক করছে বিএনপির লিয়াজোঁ কমিটি। এর অংশ হিসেবে আজ রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করে বিএনপির কমিটি। বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিবও। 

বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘যুগপৎ আন্দোলন শুরু হওয়ায় মানুষের মধ্যে একটা আস্থা সৃষ্টি হয়েছে। যখন রাজনৈতিক দলগুলো দাবির সঙ্গে একমত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করছেন। এটা নিঃসন্দেহে অনেক বড় মাত্রা যুক্ত করেছে।’ 

বিএনপির পদযাত্রা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যেরও সমালোচনা করে তিনি বলেন, ‘ওই যে একটা গান আছে না, ওইটা ওনার (ওবায়দুল কাদের) মনে পড়েছে। তিনি নিজের চিন্তা করছেন কি না জানি না। তবে এটা বলতে পারি—আমাদের পদযাত্রার মধ্য দিয়ে একটা নতুন মাত্রা সৃষ্টি হলো। জনগণের মধ্যে একটা আকাঙ্ক্ষা, রাজপথে নেমে আসার একটা নতুন মাত্রা যুক্ত হলো।’ 

বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু এবং ১২ দলীয় জোটের নেতাদের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ অনেকে উপস্থিত ছিলেন।

২,০০০ পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান

জুলাইকে দক্ষিণপন্থী ভাবাদর্শ বানাতে উঠেপড়ে লেগেছে নব্য ফ্যাসিবাদী শক্তি: উদীচী

কতিপয় রাজনৈতিক দল পানি ঘোলা করে ফায়দা লোটার চেষ্টা করছে: মির্জা আব্বাস

হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে: সালাহউদ্দিন

মার্কা যা-ই হোক, সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব: রুমিন ফারহানা

হাসান সারওয়ার্দীকে বহিষ্কার করল এলডিপি

লন্ডনের পথে জুবাইদা, ফিরবেন তারেক ও জাইমাকে নিয়ে

উগ্রপন্থীদের সঙ্গে ব্র্যাকেটবন্দী হতে চায় না এনসিপি

লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন জামায়াত আমির

প্রথম আলো-ডেইলি স্টার-ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা