হোম > রাজনীতি

চলমান আন্দোলনে বড় মাত্রা যোগ করেছে যুগপৎ কর্মসূচি: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের যুগপৎ কর্মসূচি জনমনে আস্থা এনেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে এই কর্মসূচির ফলে আন্দোলনে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে বলেও মনে করছেন তিনি।

যুগপৎ আন্দোলনের কর্মসূচি সফল করতে বিভিন্ন রাজনৈতিক জোট ও দলের সঙ্গে বৈঠক করছে বিএনপির লিয়াজোঁ কমিটি। এর অংশ হিসেবে আজ রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করে বিএনপির কমিটি। বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিবও। 

বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘যুগপৎ আন্দোলন শুরু হওয়ায় মানুষের মধ্যে একটা আস্থা সৃষ্টি হয়েছে। যখন রাজনৈতিক দলগুলো দাবির সঙ্গে একমত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করছেন। এটা নিঃসন্দেহে অনেক বড় মাত্রা যুক্ত করেছে।’ 

বিএনপির পদযাত্রা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যেরও সমালোচনা করে তিনি বলেন, ‘ওই যে একটা গান আছে না, ওইটা ওনার (ওবায়দুল কাদের) মনে পড়েছে। তিনি নিজের চিন্তা করছেন কি না জানি না। তবে এটা বলতে পারি—আমাদের পদযাত্রার মধ্য দিয়ে একটা নতুন মাত্রা সৃষ্টি হলো। জনগণের মধ্যে একটা আকাঙ্ক্ষা, রাজপথে নেমে আসার একটা নতুন মাত্রা যুক্ত হলো।’ 

বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু এবং ১২ দলীয় জোটের নেতাদের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ অনেকে উপস্থিত ছিলেন।

তারেক রহমানকে সমবেদনা জানাতে গেলেন জামায়াত আমির

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

জামায়াতের সঙ্গে সমঝোতা: এবার এনসিপি ছাড়লেন মুশফিক উস সালেহীন

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের