হোম > রাজনীতি

প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে, নৌকার দাপটে সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ: তৈমূর

রাসেল মাহমুদ, রূপগঞ্জ থেকে

প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে, তাহলে নৌকার দাপটে সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সোনালি আঁশের প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। আজ রোববার সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে নিজের নির্বাচনী আসনে ভোটের পরিবেশ সম্পর্কে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। 

তৈমূর বলেন, ‘চনপাড়ায় আমাদের কোনো এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানে প্রায় ১৮ হাজার ভোট। বারবার অভিযোগ করেছি, কিন্তু সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন আমি সংবাদ পাইলাম, সেখানে আমাদের কোনো লোকজনকে ঢুকতে দিচ্ছে না।’

তৃণমূল বিএনপির এই নেতা বলেন, ‘গত সাত দিন ধরে আপনারা দেখছেন নৌকা মার্কার প্রার্থী টাকা বিতরণ করছেন। টাকার প্রভাবে একটা নির্বাচন তো সুষ্ঠু হতে পারে না। নির্বাচন কমিশনের কাছে বারবার বলা হয়েছে, তার পরও কোনো পদক্ষেপ নেয় নাই।’

এক প্রশ্নের জবাবে তৈমূর বলেন, ‘সুষ্ঠু নির্বাচন ভেবেই আমরা নির্বাচনে এসেছি। আমরা প্রধানমন্ত্রীর কথায় বিশ্বাস করেছি। এখন যদি নির্বাচন সুষ্ঠু না হয়, এর দায়-দায়িত্ব কার ওপর বর্তায় তা দেখা যাচ্ছে। আমরা আমাদের অফিশিয়াল বক্তব্য বলব।’ 

তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, ‘চনপাড়া ছাড়া অন্যান্য জায়গায় আমার এজেন্ট রয়েছে। প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে, নৌকার দাপটে সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। আর প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, তবে কোনো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ নয়। এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো দেখছি।’ 

তবে সারা দেশের ভোটের পরিবেশের বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি তৈমূর আলম খন্দকার।

রাজনৈতিক সংশ্লিষ্টতা দূর করতে না পারলে সাংবাদিকদের এক হওয়া সম্ভব নয়: বিজেসি সভাপতি

ইসলামপন্থী রাজনীতিতে মেরুকরণ: ভোটের সমীকরণে কে এগিয়ে গেল

নির্বাচনী সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না

নাগরিক শোকসভা: বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন দেশের নেত্রী

জামায়াতের জোট ছাড়ল ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন জোট ছাড়বে, প্রত্যাশা করিনি: আসিফ মাহমুদ

পোস্টাল ভোট বন্ধ করতে চাওয়া অশনিসংকেত: আসিফ মাহমুদ

খালেদা জিয়ার চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা ছিল: এফ এম সিদ্দিকী

আমরা শিষ্টাচারবহির্ভূত আচরণ করি না—ইসলামী আন্দোলনের অভিযোগের প্রতিক্রিয়ায় জামায়াত