হোম > রাজনীতি

দলের প্রয়োজনে অনেক কিছুই হতে পারে, আসন ভাগাভাগি প্রসঙ্গে চুন্নু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন ভাগাভাগি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির (জাপা) কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তবে জয়ের স্বার্থে এ নিয়ে আলোচনার সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না তিনি। 

তিনি বলেছেন, নির্বাচনের কৌশল হিসেবে যেকোনো সিদ্ধান্ত হতেই পারে। সবাই জয়লাভ করতে চায়, এটাই স্বাভাবিক। নির্বাচন কৌশল হিসেবে হবে না বা সম্ভাবনা নাই, সেটা বলা যায় না। 

আজ সোমবার বিকেলে রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

ক্ষমতাসীনদের সঙ্গে আসন নিয়ে সমঝোতা হয়েছে কি না জানতে চাইলে জাপা মহাসচিব বলেন, ‘নির্বাচনে কোনো দলের সঙ্গে বোঝাপড়া বা সমঝোতা, সে রকম এখনো কিছু হয়নি। তবে রাজনীতি, নির্বাচনের কৌশল—এগুলোতে শেষ বলে কিছু নেই। যেকোনো সিদ্ধান্ত, যেকোনো সময় দলের পক্ষ থেকে, দলের প্রয়োজনে, নির্বাচনের স্বার্থে অনেক কিছুই হতে পারে।’ 

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিয়ে দলটির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না—জানতে চাইলে চুন্নু বলেন, ‘আমার জানামতে, এ নিয়ে কোনো আলোচনা হয় নাই। আমরা চাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ। সে বিষয়ে আলোচনা হয়েছে।’ 

নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টি দেড় শতাধিক আসন পাবে—এমন প্রত্যাশার কথাও জানান চুন্নু। তিনি বলেন, ‘আমরা আশা করি, নির্বাচনে যদি ভোটাররা ভোট দিতে পারে, দেড় শতাধিক আসন পাব।’ 

জাতীয় পার্টি নির্বাচন বর্জন করার কোনো সম্ভাবনা আছে কি না জানতে চাইলে মুজিবুল হক চুন্নু বলেন, ‘নির্বাচনে এসেছি সরে আসার জন্য না, আটঘাট বেঁধে নেমেছি। যদি উদ্ভূত কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, তখনকার পরিস্থিতি অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। দলের স্বার্থে যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নিতে হতে পারে।’

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ