বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কেন এই সমাবেশ, কারণ একটাই—সরকার ১৫ বছর ধরে দমন করতে, অত্যাচার চালিয়ে সর্বনাশ করেছে। সমস্ত দেশটাকে পুড়ে পুড়ে খেয়েছে। চিবিয়ে চিবিয়ে তো অর্থনীতি খেয়েছেন। এখন বাংলাদেশ খাওয়ার পাঁয়তারা করেছেন। একটাই দাবি, “হাসিনা কবে যাবে, সরকার কবে যাবে। ” সরকারের পদত্যাগ চাইতে এই সমাবেশ।’
আজ শনিবার রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘কেমন আছ বাহে? সরকার নাকি ভয় পায় না, তাহলে ভয় যদি না পাবা, দুই দিন আগে গাড়ি বন্ধ করো কেন?’ এ সময় তিনি ভোলা, খুলনা, বিভিন্ন স্থানে যারা মারা গেছে তাদের কথা উল্লেখ করে সরকারে উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘এদের কেন খুন করেছেন?’
মির্জা ফখরুল বিএনপির নেতা–কর্মীরা কষ্ট করে সমাবেশে আসায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘রংপুরের জেলাগুলোর সব নেতা–কর্মীরা যারা অক্লান্ত পরিশ্রম করে অসাধ্যসাধন করেছেন তাদের স্যালুট জানাই।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘মুনতাসীর মামুন মুক্তিযুদ্ধের পরে “মুনতাসীর ফ্যান্টাসি” লিখেছিলেন। সেখানে তাঁর খালি ভুক লাগে, সব খেয়ে ফেলে। আমাদের সরকার সর্বভুক সরকারে পরিণত হয়েছে। আমাদের সব খেয়ে ফেলেছে। সব খেয়ে ফেলেছে।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গৃহবন্দী আছেন উল্লেখ করে মির্জা ফখরুল তাঁর বক্তব্যে বলেন, ‘তিনি অসুস্থ অথচ সরকার তাঁর চিকিৎসার সুযোগ দেয় নাই। পরিবার, চিকিৎসক বলেছেন—ওনাকে বাইরে পাঠানো দরকার। কিন্তু তাঁকে সুযোগ দেওয়া হয় নাই। তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মামলা দেওয়া হয়েছে। ৬০০ বেশি মানুষকে গুম করেছে ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ।’
১৪–১৫ সালের আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকার নেতাদের গুম করেছে, হত্যা করেছে অনেককে। আলেম–ওলামাদের মধ্যে যারা শ্রদ্ধেয়, ধর্মের মধ্য দিয়ে সঠিক পথ দেখান তাদের মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘তাদের কি আর ক্ষমতায় রাখা যায়?’
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখন আবার নতুন বুলি দিচ্ছে জঙ্গিবাদ। তাদের দমন করবে। ভোঁতা হয়ে গেছে এই অস্ত্র। মার্কিন রিপোর্ট বলেছে, এই সরকার মিথ্যা বলে। মানবাধিকার নিয়ে যে রিপোর্ট দেয়, তা মিথ্যা। নির্বাচনে জোর করে ভোট দিয়ে ক্ষমতায় এসেছে। মানুষ এখন রুখে দেব। বন্দুক, পিস্তল লাঠি রিভলবার সব ভেঙে চুরমার করে দেবে। একনায়ক হাসিনা সরকারের পতন ঘটাতে মানুষ জেগে উঠবে। রংপুরের মাটিতে বহু সংগ্রাম হয়েছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘মানুষ আরেকবার বাংলাদেশকে স্বাধীন করবে। ফয়সালা হবে রাজপথে। টেক ব্যাক বাংলাদেশ। যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে।’
সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন: