হোম > রাজনীতি

নিজ নেতাদের অশোভন আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না বিএনপি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডা. মুরাদের কর্মকাণ্ড সরকার ও দলের ভাবমূর্তি নষ্ট করায় সরকার এর ব্যবস্থা নিয়েছে। কিন্তু বিএনপির নেতারা যখন এ রকম কর্মকাণ্ড করেন, তখন তাঁরা কোনো ব্যবস্থাই নেন না। বিএনপির নেতারা যখন অশোভন আচরণ, অশ্লীল কথাবার্তা বলে বেড়ান, তখন দেশের নারী নেত্রীবৃন্দ এত সোচ্চার হন না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। 

আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে সরকারি কর্মচারী ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। 

হাছান মাহমুদ অভিযোগ করেন, ‘বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী সদস্য ইশরাক হোসেন ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের অশোভন, কুরুচিপূর্ণ বক্তব্য শোনার পরেও বিএনপি তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এখনো এগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে আছে। তখন বিএনপির কাউকে কোনো বিবৃতি দিতে দেখি নাই। সরকারি দলের কেউ এমন আচরণ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটাই স্বাভাবিক। প্রমাণও পেয়েছেন সবাই। কিন্তু তাঁদের ক্ষেত্রে সবাই কেন নিশ্চুপ ছিলেন এটাই আমার প্রশ্ন।’ 

তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় বিএনপি এই অনাচার করছে বলে অভিযোগ করেন হাছান মাহমুদ। প্রশ্ন তোলেন, ‘এম এ মালেক ইউকেতে বসে যেই ভাষায় কথা বলেছে, এর পরেও কি তার সদস্যপদ থাকা উচিত ছিল? কারণ এ ধরনের কথাবার্তা যারা বলে, বিএনপি তাদের পৃষ্ঠপোষকতা করে।’

মির্জা ফখরুলকে আয়নায় নিজের চেহারা দেখার কথা উল্লেখ করে বলেছেন, ‘সারা গায়ে দুর্গন্ধ মেখে অন্যের গায়ে দুর্গন্ধ খুঁজে বেড়ানো সমীচীন নয়।’ 

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে সংসদ ভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান করে সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে, চলছে জানাজার প্রস্তুতি

গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে খালেদা জিয়ার মরদেহ

মায়ের কফিনের পাশে বসে তারেক রহমানের কোরআন তিলাওয়াত

সংসদ ভবন এলাকা জনসমুদ্র

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে নেওয়া হয়েছে ফিরোজায়

মিশে থাকবেন ধানের শীষে

মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

হাসপাতালে খালেদা জিয়ার শেষ দিনগুলো