হোম > রাজনীতি

দেশে শিশু মুক্তিযোদ্ধা আছে প্রথম শুনলাম: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা ও তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা উল্লেখ করে বক্তব্য দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আমাদের দেশে আমি শুধু মুক্তিযোদ্ধা শুনেছি কিন্তু শিশু মুক্তিযোদ্ধা আছে, এটা প্রথমবার শুনলাম। এটা কাল্পনিক। এমন কথা দায়িত্বশীল ব্যক্তিদের দ্বারা আশা করি না।’ 

আজ রোববার জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘তিন দিনব্যাপী মুজিববর্ষ ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন’ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নিয়ে এমন বক্তব্য দিয়ে মির্জা ফখরুল প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছেন। এমন বক্তব্যের তীব্র নিন্দা জানাই।’ 

মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নিয়ে এমন বক্তব্য দিয়ে মির্জা ফখরুল প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছেন। প্রকৃত মুক্তিযোদ্ধা তারাই, যাঁরা নির্যাতিত হয়েছেন। কিন্তু যিনি পাকবাহিনীর সঙ্গে ক্যান্টনমেন্টে আরাম-আয়েশে স্বেচ্ছায় আতিথেয়তা গ্রহণ করেছেন তিনি কি করে মুক্তিযোদ্ধা হন? স্পষ্ট করে বলতে চাই, খালেদা জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি স্বেচ্ছায় পাক হানাদার বাহিনীর কাছে আরাম আয়েশে কাটিয়েছেন।’ 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধবিরোধী ও বঙ্গবন্ধুকে হত্যার পেছনে যারা মদদ দিয়েছে, তাদের শনাক্ত করতে একটি কমিশন গঠনের দাবি জানিয়েছে। আমি তাদের দাবির পক্ষে একমত। কমিশন করে দেশীয় দোসর ও আন্তর্জাতিক মদদদাতাদের চিহ্নিত করে বিচার করতে হবে। স্বাধীনতার পরে ধর্ম নিয়ে মিথ্যাচার করে পবিত্র ধর্মের অবমাননা করেছে। আবার বঙ্গবন্ধুকে হত্যার পরে ধর্মের নাম ব্যবহার করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে যে পতাকা পেয়েছি। সেই শাসকেরা তাদের গাড়িতেই পতাকা তুলে দিয়েছেন।’ 

আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, কবি কামাল চৌধুরীসহ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। 

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির